টানা চতুর্থ জয়, আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে অপ্রতিরোধ্য বাংলাদেশ নারী দল

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
টানা চতুর্থ জয়, আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে অপ্রতিরোধ্য বাংলাদেশ নারী দল

টানা চতুর্থ জয়, আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে অপ্রতিরোধ্য বাংলাদেশ নারী দল

টানা চতুর্থ জয়, আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে অপ্রতিরোধ্য বাংলাদেশ নারী দল

বিশ্বকাপ বাছাইয়ের মঞ্চে আত্মবিশ্বাস আর ধারাবাহিকতার এক অনন্য উদাহরণ গড়ে তুলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রতিপক্ষ যেই হোক, লক্ষ্য একটাই জয়। কাঠমান্ডুতে আয়ারল্যান্ডকে হারিয়ে সেই লক্ষ্যেই আরও এক ধাপ এগিয়ে গেল নিগার সুলতানার নেতৃত্বাধীন দল, তুলে নিল টানা চতুর্থ জয়।

আজ আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে আয়ারল্যান্ডকে ৯ রানে পরাজিত করেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। জবাবে আইরিশ মেয়েরা পুরো ২০ ওভার ব্যাট করেও ৪ উইকেট হারিয়ে ১৪৪ রানেই থেমে যায়। বাংলাদেশের হয়ে ম্যাচসেরা হন শারমিন আক্তার, যিনি খেলেন ৪৫ বলে ৫২ রানের কার্যকর ইনিংস।

এই জয়ের মাধ্যমে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও অপরাজিত থেকে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ। এর আগে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি ও নামিবিয়াকে হারিয়ে আগেই পরের পর্বে জায়গা পাকা করেছিল দলটি।

লক্ষ্য তাড়ায় আয়ারল্যান্ডের শুরুটা ছিল বেশ শক্ত। অ্যামি হান্টার ও গ্যাবি লুইসের উদ্বোধনী জুটিতে বিনা উইকেটে আসে ৫৩ রান। ৭.৩ ওভারে ৫৩ রানে অ্যামি হান্টার রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। এরপর ১০.৪ ওভারে ৭১ রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড, একই ওভারে আরও একটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। লিয়াহ পলকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন স্বর্ণা আক্তার।

দুই উইকেট দ্রুত হারালেও গ্যাবি লুইসের দৃঢ় ব্যাটিংয়ে লড়াই চালিয়ে যায় আয়ারল্যান্ড। তিনি করেন ৫৮ বলে ৭৩ রান। তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে শেষ চার ওভারে প্রয়োজনীয় ৪৩ রান তুলতে ব্যর্থ হয় আইরিশরা, ফলে জয় হাতছাড়া হয় তাদের।

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ১৩ রানে ওপেনার জুরাইয়া ফেরদৌস ফিরে যান ১১ রান করে। তবে দ্বিতীয় উইকেটে দিলারা আক্তার ও শারমিন আক্তারের ৭০ রানের জুটি ইনিংসে গতি আনে। দিলারা ২৭ বলে ৩৫ রান করেন, আর শারমিন তুলে নেন নিজের দ্বিতীয় ফিফটি এই বাছাইপর্বে। অধিনায়ক নিগার সুলতানা করেন ১৩ বলে ১৩ রান। শেষ দিকে সোবহানা মোস্তারির ঝড়ো ১৬ বলে ৩০ রানের ইনিংসে বাংলাদেশ দেড়শো পার করে সম্মানজনক সংগ্রহ গড়ে।