Image

সাদমান নেই শুরুতেই, ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাদমান নেই শুরুতেই, ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ

সাদমান নেই শুরুতেই, ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ

সাদমান নেই শুরুতেই, ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ

বাংলাদেশের প্রথম ইনিংসের ১৯১ রানের জবাবে জিম্বাবুয়ে সংগ্রহ করেছে ২৭৩ রান। আর তাতেই সিলেট টেস্টে স্বাগতিকদের সামনে ৮২ রানের লিড। এরপর ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৫৭ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান ও মুমিনুল হক অপরাজিত থেকে কাল আবার ব্যাটিংয়ে নামবেন। 

নাহিদ রানার ৩ উইকেট শিকারের পর মেহেদী হাসান মিরাজের স্পিন বিষে নীল হয়ে জিম্বাবুয়ের ইনিংস থামে ২৭৩ রানে। মাত্র ৫২ রান খরচায় মিরাজের ফাই-ফার। ততক্ষণে জিম্বাবুয়ে পেয়ে যায় ৮২ রানের লিড। এরপর সাদমান ইসলামের উইকেট হারালেও বাংলাদেশ ১৩ ওভারে স্কোরবোর্ডে জমা করেছে ৫৭ রান। এখনও পিছিয়ে আছে ২৫ রানে। 

স্বাগতিকরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হারায় ওপেনার সাদমান ইসলামের উইকেট। আরও একবার ব্যর্থ বাংলাদেশের ওপেনিং জুটি। ইনিংসের ৪র্থ ওভারে ব্লেসিং মুজারাবানির শিকার হন সাদমান। প্রথম ইনিংসে ১২ রান করতে পারলেও এবার ৪ রানের বেশি পাননি সাদমান। 

তবে টিকে যাওয়া আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় দ্বিতীয়বার জীবন পান ব্যক্তিগত ১৮ রানে। সাদমান আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে মুমিনুল হক ছিলেন বেশ স্বাচ্ছ্যন্দে।

এর আগে বল হাতে বাংলাদেশের ৩ পেসার দখলে নিয়েছেন মোট ৫ উইকেট। বাকি পাঁচটি একাই শিকার করেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১১তম পাঁচ উইকেট শিকার। এর মধ্যে তিনবারই জিম্বাবুয়ের বিপক্ষে। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। রিচার্ড এনগাভারা খেলেছেন হার না মানা ২৮ রানের দারুণ এক ইনিংস। ১০ নম্বর ব্যাটার ব্লেসিং মুজারাবানিও খেলেছেন ১৭ রানের কার্যকরী ইনিংস।

Details Bottom
Details ad One
Details Two
Details Three