Image

বিসিসিআইয়ের নতুন কেন্দ্রীয় চুক্তিতে ৩৪ ক্রিকেটার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিসিসিআইয়ের নতুন কেন্দ্রীয় চুক্তিতে ৩৪ ক্রিকেটার

বিসিসিআইয়ের নতুন কেন্দ্রীয় চুক্তিতে ৩৪ ক্রিকেটার

বিসিসিআইয়ের নতুন কেন্দ্রীয় চুক্তিতে ৩৪ ক্রিকেটার

৩৪ জন ক্রিকেটারকে রেখে ২০২৪-২৫ মৌসুমের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চুক্তির মেয়াদ ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

৩৪ জন খেলোয়াড়দের চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে - এ+, এ, বি এবং সি। ভিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা এবং জাসপ্রীত বুমরাহ আগের মতোই 'এ+' ক্যাটাগরিতে রয়েছেন। বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নতি হয়েছে রিশাব পান্টের। 

এ+ গ্রেডে থাকা রোহিত-কোহলিরা বেতন পাবেন বছরে ৭ কোটি রুপি করে। এরপর ‘এ’ গ্রেডের ক্রিকেটাররা পাবেন বছরে ৫ কোটি রুপি। ‘বি’ গ্রেড ৩ কোটি এবং ‘সি’ গ্রেড ১ কোটি রুপি বছরে।

বিসিসিআইয়ের প্রকাশিত কেন্দ্রীয় চুক্তির তালিকায় নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন: ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতিশ রেড্ডি, ইশান কিষাণ, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হারশিত রানা এবং শ্রেয়াস আইয়ার।

আগের মৌসুমের চুক্তিতে জায়গা পেলেও এবার বাদ পড়েছেন: শারদুল ঠাকুর, জিতেশ শর্মা, শ্রিকার ভরত, আভেশ খান।

ভারতের কেন্দ্রীয় চুক্তির তালিকা (২০২৪-২৫)-

গ্রেড 'এ+':রোহিত শর্মা, ভিরাট কোহলি, জাসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা

গ্রেড 'এ':রিশাব পান্ট, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুবমান গিল এবং হার্দিক পান্ডিয়া

গ্রেড 'বি': সুরিয়াকুমার যাদব, কুলদ্বীপ যাদব, আক্সার প্যাটেল, শ্রেয়াস আইয়ার এবং যশস্বী জয়সওয়াল।

গ্রেড 'সি':রিংকু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আর্শদ্বীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, রজত পাতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতিশ রেড্ডি, ইশান কিষাণ, অভিষেক শর্মা, আকাশ দ্বীপ, বরুণ চক্রবর্তী এবং হারশিত রানা। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three