Image

লিড নিয়েই সিলেটে চা বিরতিতে গেল জিম্বাবুয়ে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
লিড নিয়েই সিলেটে চা বিরতিতে গেল জিম্বাবুয়ে

লিড নিয়েই সিলেটে চা বিরতিতে গেল জিম্বাবুয়ে

লিড নিয়েই সিলেটে চা বিরতিতে গেল জিম্বাবুয়ে

বাংলাদেশের প্রথম ইনিংসের ১৯১ রান টপকে সিলেট টেস্টে লিড নিয়েছে জিম্বাবুয়ে। দিনের প্রথম সেশনে নাহিদ রানা আর হাসান মাহমুদের পেস তান্ডবে ৪ উইকেট পাওয়া গেলেও পরের সেশনে বাংলাদেশ নিতে পারে কেবল ২ উইকেট। শন উইলিয়ামস ফিফটি হাঁকিয়ে দলকে এনে দিলেন স্বস্তির লিড। 

দ্বিতীয় দিনের চা বিরতিতে যাওয়ার আগে জিম্বাবুয়ের রান হয়েছে ৬ উইকেটে ২১৩। উইকেটকিপার ব্যাটার নায়াশা মায়াভো ৩১ এবং ওয়েলিংটন মাসাকাদজা ২ রানে অপরাজিত।

ওপেনার ব্রায়ান বেনেটের ফিফটির পর অভিজ্ঞ শন উইলিয়ামসের ৫৯ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে লিড নিয়েছে জিম্বাবুয়ে। চা বিরতিতে যাওয়ার আগে লিড দাঁড়িয়েছে ২২ রানে। 

দ্বিতীয় সেশনে ২ উইকেট নিল বাংলাদেশ। বিপরীতে, সফরকারী দল স্কোরবোর্ডে আরও ৮০ রান যোগ করে সেশনে দেখিয়েছে দাপট। লাঞ্চ ব্রেকের পর পেসার খালেদ আহমেদ বাংলাদেশকে এনে দেন গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু। ২৪ রানে থাকা ওয়েসলি মাধেভেরেকে করেন বোল্ড। 

এরপর মেহেদী হাসান মিরাজের বলে লং অফ দিয়ে ছক্কা মারতে গিয়ে শন উইলিয়ামস উইকেট হারান ব্যক্তিগত ৫৯ রানে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three