দ্বিতীয় ইনিংসে কামব্যাক করবে বাংলাদেশ— আশাবাদী কোচ সালাউদ্দিন
- 1
পাকিস্তানের কাছে ৭ উইকেটের পরাজয়ের পরও বিশ্বকাপের অপেক্ষায় বাংলাদেশ
- 2
তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে জমকালো আয়োজনে সিংগাইরে জেপিএল’র ফাইনাল
- 3
বরখাস্ত হওয়ার পর জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যান হাথুরুসিংহে
- 4
জিতেও পারল না ওয়েস্ট ইন্ডিজ, বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
- 5
প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির ফিফটি এনামুল হক বিজয়ের

দ্বিতীয় ইনিংসে কামব্যাক করবে বাংলাদেশ— আশাবাদী কোচ সালাউদ্দিন
দ্বিতীয় ইনিংসে কামব্যাক করবে বাংলাদেশ— আশাবাদী কোচ সালাউদ্দিন
আবারো দ্বিতীয় ইনিংসে কামব্যাকের গল্প শোনালেন বাংলাদেশের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দিনে অলআউট হয়ে লজ্জাজনক মাত্র ১৯১ রানের স্কোর গড়েছে বাংলাদেশ। টাইগার ক্রিকেটাররা যে খারাপ পারফরম্যান্স করেছে; এটা মানছেন কোচ সালাউদ্দিন। তার পরেও সংবাদ সম্মেলনে দ্বিতীয় ইনিংসে দল ভালো করবে এমন আশার গল্প শোনাতে ভুলেননি তিনি।
সিলেট টেস্টের প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, "এরকম হতেই পারে একদিন খারাপ খেলতেই পারে। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় একটা সুযোগ থাকে সবসময়। আশা করি দ্বিতীয় ইনিংসে সবাই দ্বিতীয় ইনিংসে ভালোভাবে কামব্যাক করবে।"
ক্রিকেটারদের খারাপ খেলার ব্যাপারে শুধু তাদের একার দোষ দিতে নারাজ এই কোচ, "আমি কাছ থেকে দেখছি ছেলেদের মানসিকতা, ওয়ার্ক ইথিক্স বলেন, ইচ্ছা বলেন সব আছে। তাদের একা দোষ দিলে হবে না। এর বাইরে আরও অনেক কিছু আছে যা আমি সবসময় বলতে পারি না বা বলা উচিতও না। এখন এটা কত দ্রুত ঠিক করা যায় সেটা আমাদের দেখতে হবে।"
টেস্টের প্রথম দিনে ট্যাকটিক্যাল ভুলের পাশাপাশি খেলোয়াড় মানসিকতাকেও দায়ী করছেন সালাউদ্দিন, "আমিও মনে করি টেকটিক্যালি আমরা কিছু ভুল করেছি। সাথে মানসিক ব্যাপারও। যখনই খেলাটা ধরছি, হঠাৎ করে কোনো শট খেলে ফেলছি। এটা পুরোটাই মানসিক। দ্রুতই এই জায়গা নিয়ে কাজ করতে হবে। প্রতিপক্ষ নিয়মিতই এভাবে আমাদের উইকেট নিয়ে যায়। এই জায়গাগুলো তাড়াতাড়ি বুঝতে হবে। অন্য ফরম্যাটে এক ইনিংসই, টেস্টে আরেক ইনিংস থাকে।"
টসে জিতে কেনো ব্যাটিং নেয়া হলো? চতুর্থ ইনিংসে ব্যাট করতে না চাওয়াই কি ছিলো কারণ? সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে সহকারী কোচ বলেন,
"না না এরকম কিছু না। উইকেটের দোষ দিয়ে লাভ নেই। জিম্বাবুয়ে ভালো ব্যাটিং করেছে। আমাদের ট্যাকটিক্যালি কিছু ভুল করেছি। ব্যাটারদের দেখে মনে হয়নি তারা খুব অস্বস্তিতে ছিল। এপ্লাই ভালোভাবে করতে পারিনি। কিছু ভুল হয়েছে। ব্যাটাররা ভালো বলতে পারবে যে তারা কোন অবস্থায় ছিল। "