বরখাস্ত হওয়ার পর জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যান হাথুরুসিংহে
- 1
পাকিস্তানের কাছে ৭ উইকেটের পরাজয়ের পরও বিশ্বকাপের অপেক্ষায় বাংলাদেশ
- 2
তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে জমকালো আয়োজনে সিংগাইরে জেপিএল’র ফাইনাল
- 3
বরখাস্ত হওয়ার পর জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যান হাথুরুসিংহে
- 4
জিতেও পারল না ওয়েস্ট ইন্ডিজ, বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
- 5
প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির ফিফটি এনামুল হক বিজয়ের

বরখাস্ত হওয়ার পর জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যান হাথুরুসিংহে
বরখাস্ত হওয়ার পর জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যান হাথুরুসিংহে
নাসুম আহমেদকে থাপ্পড় মারেননি হাথুরুসিংহে, বাংলাদেশের সাবেক দুই কোচ হেরাথ ও পোথাসের ভাষ্য এমনই। এমনকি চন্ডিকা হাথুরুসিংহে স্বীকার করেছেন, জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে তার পালাতে হয়েছিল। হাথুরুসিংহে বাংলাদেশে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা করেছিলেন।
বাংলাদেশের প্রাক্তন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, এই দেশ ছেড়ে পালানোর সময় তিনি তার জীবনের আশঙ্কা করেছিলেন। সেই সময় বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল, ছাত্র আন্দোলনের কারণে দেশটি স্থবির হয়ে পড়েছিল এবং নিরাপত্তার অভাবে আক্ষরিক অর্থেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলে প্রাক্তন শ্রীলঙ্কান বাংলাদেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আচরণবিধি লঙ্ঘনের জন্য বরখাস্ত করার পর হাথুরুসিংহে বাংলাদেশ ছেড়ে চলে যান। যদিও হাথুরু অভিযোগগুলি উড়িয়ে দেন, তবে সম্প্রতি অস্ট্রেলিয়ান গণমাধ্যম কোড স্পোর্টসের সাথে কথা বলার সময় জানালেন তার সাথে আসলে কী ঘটেছিল।
হাথুরুসিংহের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়ে তিনি নাসুম আহমেদকে চড় মেরেছিলেন, যদিও সে অভিযোগ জোরের সঙ্গেই অস্বীকার করেন হাথুরুসিংহে। নাজমুল হাসান পাপনের তৎকালীন বোর্ড এ ঘটনার সত্যতা খুজে না পেলেও নতুন বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ হাথুরুকে সরিয়ে দেয়।
চাকরি যাওয়ার পেছনে বিসিবির নতুন সভাপতির হাত আছে বলেই অভিযোগ করেছেন হাথুরুসিংহে, ‘আমি কখনোই কোনো খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া করিনি। খেলোয়াড়দের সামনে আমি কখনোই আবেগ দেখাই না। আমি হতাশ হওয়ার মতো কিছু দেখলে হয়তো ডাস্টবিনে লাথি মারতে পারি, সেটা যে কোনো কোচই করতে পারেন। কিন্তু এটা তো যা বলা হচ্ছে, তার চেয়ে পুরো উল্টো। অক্টোবর থেকে এখন পর্যন্ত কত সুযোগ যে হাতছাড়া হয়েছে, আমি গুনে বলতে পারব না। পুরো ব্যাপারটা ছিল ওদের (বিসিবি) দিক থেকে আমার চুক্তি বাতিল করার চেষ্টা। পুরো ব্যাপারটাই নতুন সভাপতির (ফারুক আহমেদ) আগে থেকে ঠিক করে রাখা সিদ্ধান্ত।’
বাংলাদেশের সাবেক দুই সহকারী কোচ নিক পোথাস ও রাঙ্গানা হেরাথও অবশ্য হাথুরুসিংহে নাসুমকে চড় মারার মতো কোনো ঘটনা ঘটেনি বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন। নিক পোথাস বলেছেন যে এরকম কিছুই ঘটেনি।
রঙ্গনা হেরাথও দৃঢ়ভাবে বলেছেন, অভিযোগটি বানোয়াট ছিল। "আমি সরাসরি বলতে পারি যে কিছুই ঘটেনি, আমি সেখানে ছিলাম। চড় মারা এবং আঘাত করা সম্পূর্ণ আলাদা।''