জিতেও পারল না ওয়েস্ট ইন্ডিজ, বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

জিতেও পারল না ওয়েস্ট ইন্ডিজ, বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
জিতেও পারল না ওয়েস্ট ইন্ডিজ, বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
নারীদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দিনটা রীতিমতো রোমাঞ্চে ঠাসা ছিল। সরাসরি মাঠে নামা ছাড়াই বাংলাদেশ অপেক্ষায় ছিল ভিন্ন এক সমীকরণের। কারণ, শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারায় বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে। সেই সঙ্গে চোখ ছিল ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডের ম্যাচের দিকেও।
ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য ছিল শুধু জেতা নয়, নির্দিষ্ট ওভারে লক্ষ্য পূরণ করে রানরেটে বাংলাদেশকে টপকানো। ১৬৭ রানের লক্ষ্য তাড়ায় তাদের প্রয়োজন ছিল মাত্র ১০.১ ওভার। সেই চ্যালেঞ্জে তারা খুব কাছাকাছি গেলেও শেষপর্যন্ত সফল হয়নি। ১০.৫ ওভারে ছক্কা মেরে ম্যাচ জিতলেও কাঙ্ক্ষিত রানরেট অর্জন করতে পারেনি ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজের রানরেট দাঁড়িয়েছে ০.৬২৬, অন্যদিকে বাংলাদেশের ০.৬৩৯।
এর ফলে সামান্য ব্যবধানে এগিয়ে থেকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। যদিও ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে, তবে সেটা যথেষ্ট ছিল না।
আগামী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে মোট ৮টি দল। স্বাগতিক ভারত ছাড়াও ইতোমধ্যে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বাছাইপর্ব থেকে সুযোগ পেয়েছে আয়োজক পাকিস্তান এবং শেষ মুহূর্তে নাটকীয়ভাবে টিকে যাওয়া বাংলাদেশ।