বাংলাদেশকে হারিয়ে দেওয়ার আশায় জিম্বাবুয়ে
- 1
বিসিসিআইয়ের নতুন কেন্দ্রীয় চুক্তিতে ৩৪ ক্রিকেটার
- 2
তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে জমকালো আয়োজনে সিংগাইরে জেপিএল’র ফাইনাল
- 3
বরখাস্ত হওয়ার পর জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যান হাথুরুসিংহে
- 4
প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির ফিফটি এনামুল হক বিজয়ের
- 5
জিতেও পারল না ওয়েস্ট ইন্ডিজ, বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

বাংলাদেশকে হারিয়ে দেওয়ার আশায় জিম্বাবুয়ে
বাংলাদেশকে হারিয়ে দেওয়ার আশায় জিম্বাবুয়ে
সিলেট টেস্টর দ্বিতীয় দিন শেষে এগিয়ে জিম্বাবুয়ে। সফরকারীদের চেয়ে ২৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। তবে আপাতত চলকের আসনে জিম্বাবুয়ে। সংবাদ সম্মেলনে এসে সেই কথাই বললেন দলটির ওপেনার ব্রায়ান বেনেট।
তিনি বলেন, "হ্যাঁ আগের দিন আমরা ভালো করেছিলাম। বাংলাদেশ ভালো দল। আজ তারা ভালো করেছে। ম্যাচটা এখন ব্যালেন্সে আছে। আমরা কিছুটা এগিয়ে আছি মনে হয়, শেষ বেলায় একটি উইকেট তোলার কারণে। কাল একটি বড় দিন হতে যাচ্ছে। আমাদের চেষ্টা করতে হবে যেন তারা অত বেশি রান তুলতে না পারে যেন আমাদের বেশি বড় রান তাড়া করতে না হয়।"
টেস্ট ফরম্যাটে হারের বৃত্তে আটকে পড়ার জিম্বাবুয়ের সামনে বাংলাদেশকে হারিয়ে আবারো জয়ের ধারায় ফেরার সুযোগ রয়েছে। বেনেট বলেন, "দারুণ সুযোগ আমাদের সামনে। কালকে আবার এসে ভালোভাবে লড়াই করতে হবে আমাদের। এই ম্যাচে এখনও অনেক খেলা বাকি আছে। ফলে আগে থেকে কিছুই জানতে পারবেন না আপনি। কাল এসে লড়াই করব আমরা।"
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাটিংয়ে নামার পর ক্যাচ মিস করেছে জিম্বাবুয়ে। এই বিষয়ে প্রশ্ন করা করে বেনেট বলেন, "অবশ্যই অনেক সুযোগ মিস করেছি আমরা। কেউ ক্যাচ মিস করতে চায় না। ফলে সবাই সবাইকে ব্যাক করেছে। কেউ কারও সাথে চিৎকার চেঁচামেচি করেনি ক্যাচ মিস করা নিয়ে। কালকে আমরা আরও ভালো হয়ে ফিরে আসতে চাই।"
নাহিদ রানার বলে আউট হওয়ার প্রসঙ্গে এই ওপেনার বলেন, "অবশ্যই তার ভালো গতি আছে। আমি খেলার আগে বল ভালো করে দেখে নেই। আমার দিক থেকে কিছু মিস এক্সিকিউশন ছিল যে কারণে আমি আউট হয়েছি।"