কমান্ডিং পজিশনে বাংলাদেশ, দুইশো ছাড়িয়ে গেল লিড
কমান্ডিং পজিশনে বাংলাদেশ, দুইশো ছাড়িয়ে গেল লিড
কমান্ডিং পজিশনে বাংলাদেশ, দুইশো ছাড়িয়ে গেল লিড
আক্রমণাত্মক ব্যাটিংয়ে কিংস্টন টেস্টে চালকের আসনে বাংলাদেশ। নাহিদ রানার অবিশ্বাস্য বোলিংয়ের পর দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের আগ্রাসী আচরণ। যদিও সফরকারীরা দ্রুত উইকেট হারিয়েছে কয়েকটি, তবে রান তোলার গতিতে নিজেদেরকে কমান্ডিং পজিশনে নিয়ে এসেছে। ২১১ রানের লিডে থেকে মেহেদী হাসান মিরাজের দল শেষ করেছে তৃতীয় দিনের খেলা, হাতে বাকি আরও পাঁচ উইকেট। উইন্ডিজের সামনে কঠিন পথ।
ওয়েস্ট ইন্ডিজে দারুণ একটা দিন গেল বাংলাদেশের। বল হাতে দাপটের পর ব্যাটিংয়েও চমক। ৬১ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিংই করে ফেললেন নাহিদ রানা। দুর্দান্ত বোলিংয়ে আগুন ঝরালেন যেন! ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ধসে পড়ল। নাহিদ রানার ক্যারিয়ারসেরা বোলিং অবশ্য কাজে লেগেছে বাংলাদেশের। ব্যাটাররাও নিজেদের পরিকল্পনায় হয়েছেন সফল। দিনের খেলা শেষ করার আগে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৯৩, লিড ২১১ রানের।
কিংস্টন টেস্টের প্রথম ইনিংসে ১৬৪ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ এরপর বোলিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজকে থামাল ১৪৬ রানে। ১৮-১-৬১-৫, যা টেস্টে নাহিদ রানার ক্যারিয়ার সেরা। সাদা পোশাকে এই প্রথম ফাইফারের স্বাদ পেলেন নাহিদ। তার অনবদ্য বোলিংয়ে কারণেই দ্বিতীয়বারের মতো টেস্ট ইতিহাসে বাংলাদেশ প্রথম ইনিংসে ২০০ এর কম স্কোর করে ইনিংসে লিড পেয়েছে।
১৮ রানের লিড পাওয়া বাংলাদেশ অবশ্য দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই পড়ে অস্বস্তিতে। জেয়ডেন সিলসের করা প্রথম ওভারেই ওপেনার মাহমুদুল হাসান জয়কে হারায় বাংলাদেশ। এরপর অবশ্য তিনে নামা শাহাদাত হোসেন দিপু পাল্টা আক্রমণ চালান ক্যারিবীয় বোলারদের উপর। শাহাদাত হোসেন দিপুর আগ্রাসী ব্যাটিং উপভোগ্য হলেও স্থায়ী হয়নি বেশিক্ষণ। আলজারি জোসেফের বলে লফটেড খেলতে গিয়ে মিড অফে সিলসের হাতে হয়েছেন সহজ ক্যাচ। প্যাভিলিয়নে ফেরার আগে ২৬ বলে ৪ বাউন্ডারিতে করেন ২৮ রান।
এরপর ওপেনার সাদমান ইসলামের সঙ্গী হন মেহেদী হাসান মিরাজ। এই জুটিতে আসে ৭০ রান আসে ৭৪ বলে। ফিফটির খুব কাছে থেকে ব্যক্তিগত ৪৬ রানে আউট হন সাদমান। মেহেদী হাসান মিরাজ ৭ চারে ৩৯ বলে করেন ৪২ রান। তার আক্রমণাত্মক ব্যাটিংয়েই দ্রুত বাড়তে থাকে লিড। লিটন দাস ব্যক্তিগত ২৫ রানে হয়েছেন বোল্ড।
জাকের আলি অনিক আর তাইজুল ইসলাম মিলে দিনের বাকি খেলা শেষ করে মাঠ ছাড়েন। ২৯ রানে অপরাজিত জাকের। তাইজুলের ব্যাট থেকে এখন অবদি এসেছে ৯ রান। অসুস্থতার জন্যে আজ ব্যাটিংয়ে নামা হয়নি মুমিনুল হকের।