Image

সৌম্যর ফিফটিতেও জিতল না রংপুর রাইডার্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সৌম্যর ফিফটিতেও জিতল না রংপুর রাইডার্স

সৌম্যর ফিফটিতেও জিতল না রংপুর রাইডার্স

সৌম্যর ফিফটিতেও জিতল না রংপুর রাইডার্স

সৌম্য সরকারের ব্যাটিং দাপটের দিনেও গ্লোবাল সুপার লিগে জয় পেল না রংপুর রাইডার্স। আগের ম্যাচে হ্যাম্পশায়ারের কাছে হারতে হয় সুপার ওভারের নাটকীয়তাই। আজ ক্রিকেট ভিক্টোরিয়ার বিপক্ষে সহজ জয়ের পথে থেকেও শেষ পর্যন্ত রংপুর হারল ১০ রানে। পঞ্চাশ ছুঁয়েও দলের পরাজয়ে ম্লান সৌম্য। টানা দুই হারে রংপুরের অবস্থান টেবিলের তলানিতে। 

বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভিক্টোরিয়াকে ২০ ওভারে ১৫১ রানের বেশি করতে দেয়নি রংপুর রাইডার্স। এরপর লক্ষ্য তাড়ায় নেমে ওপেনার সৌম্য সরকার শুরু থেকেই দেখান বিধ্বংসী মেজাজ। ১২ ওভার শেষে ২ উইকেটে ১০১ রানে থাকা রংপুরকে জিততে হলে শেষ ৪৮ বলে করতে হত ৫১ রান।

৪৮ বলে ৫১, হাতে বাকি ৮ উইকেট। এমন সহজ সমীকরণ পেয়েও জয়ের হাসি হাসতে পারল না রংপুর রাইডার্স। পরের দুই ওভারের মধ্যে আফিফ, সৌম্য, সোহানকে হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় রংপুর। খুশদিল শাহ ধীরগতির ব্যাটিংয়ে ১৪ বলে করেন ১৫। শেষ অবদি ৭ উইকেটে ১৪১ রানে থামল রংপুরের ইনিংস। ১০ রানের রোমাঞ্চকর জয় তুলে নিল ভিক্টোরিয়া। 

এর আগে বল হাতে লেগ স্পিনার রিশাদ হোসেন ৪ ওভারে ২৩ রান খরচায় নেন ২ উইকেট। আরেক বাংলাদেশি স্পিনার শেখ মেহেদী হাসানেরও শিকার জোড়া উইকেট। পেসার কামরুল ইসলাম রাব্বি পান ১ উইকেট। 

গ্লোবাল সুপার লিগে প্রথম জয়ের জন্য ১৫২ রানের টার্গেট পাওয়া রংপুর রাইডার্স উদ্বোধ্নী জুটিতেই পায় ৫১ রান। স্টেভেন টেইলর ২৬ রানের ক্যামিও খেলে সাজঘরে ফিরলেও ব্যাট হাতে দলকে টানতে থাকেন আরেক ওপেনার সৌম্য। মাঝে আফিফ হোসেন ধ্রুব রিভার্স সুইপ খেলতে গিয়ে উইকেট হারান ব্যক্তিগত ১০ রানে। 

আফিফের বিদায়ের পর সৌম্যর সঙ্গী হন অধিনায়ক নুরুল হাসান সোহান। ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৯ বলে পঞ্চাশ পূর্ণ করেন সৌম্য সরকার। কিন্তু ব্যক্তিগত ৫১ রানে সৌম্য আউট হতেই জয়ের পথ থেকে ছিটকে যায় রংপুর। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three