Image

বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে ব্লাইন্ড বিশ্বকাপের চ্যাম্পিয়ন পাকিস্তান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে ব্লাইন্ড বিশ্বকাপের চ্যাম্পিয়ন পাকিস্তান

বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে ব্লাইন্ড বিশ্বকাপের চ্যাম্পিয়ন পাকিস্তান

বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে ব্লাইন্ড বিশ্বকাপের চ্যাম্পিয়ন পাকিস্তান

মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতল পাকিস্তান। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পাকিস্তান। আগের তিন সংস্করণে ভারতীয় দলই জয়ী ছিল।

চতুর্থ টি-টোয়েন্টি ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। ফাইনালে পাকিস্তান বাংলাদেশকে ১০ উইকেটে পরাজিত করে। 

আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ করতে পারে ১৩৯ রান। এরপর পাকিস্তান কোন উইকেট না হারিয়ে ১০.২ ওভারে ১৪০ রানের টার্গেট টপকে যায়। ক্যাপ্টেন নিসার আলি ৭২ এবং মোহাম্মদ সফদার ৪৭ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ সুলতান শাহ এই অসাধারণ অর্জনের জন্য দল ও  দেশকে অভিনন্দন জানিয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) এক্স-তে একটি পোস্ট দিয়ে জয় উদযাপন করেছে। 

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য খেলোয়াড়দের, বিশেষ করে ক্যাপ্টেন নিসার আলি এবং মোহাম্মদ সাফদারের প্রশংসা করেছেন। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three