লম্বা সময়ের জন্য মাঠের বাইরে জেরাল্ড কোয়েটজি
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে জেরাল্ড কোয়েটজি
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে জেরাল্ড কোয়েটজি
বড় ধাক্কা খেলো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। কুঁচকির চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন পেসার জেরাল্ড কোয়েটজি। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে আসন্ন সব ফরম্যাটের সিরিজ থেকেই বাদ পড়েছেন এই পেসার।
ডারবানে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের চতুর্থ দিনে বোলিং করার সময় চোট পেয়েছিলেন কোয়েটজি। স্ক্যানে তার ডান কুঁচকির পেশীতে স্ট্রেন ধরা পড়ে। ফলে পরবর্তী ছয় সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে বলে কোয়েটজিকে।
তার বদলে দলে নেয়া হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে এই বছরের শুরুতে আন্তর্জাতিক অভিষেক হওয়া ফাস্ট বোলার কোয়ানা মাফাকাকে। কোয়েটজির অনুপস্থিতি দক্ষিণ আফ্রিকার ইনজুরি নিয়ে দুশ্চিন্তা বাড়িয়েছে। কারণ ডান আঙুলে চোটের জন্য ইতোমধ্যেই ফাস্ট-বোলিং অলরাউন্ডার উইয়ান মুল্ডারকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
ডারবান টেস্ট খেলা দক্ষিণ আফ্রিকার তিন পেসারের মধ্যে দুজন রাবাদা এবং মার্কো জ্যানসেন দ্বিতীয় টেস্টের জন্য ফিট। এবং দলের তৃতীয় ফাস্ট বোলার হলেন ডেন প্যাটারসন। দলের নিয়মিত বোলার নান্দ্রে বার্গার পিঠের চোটের কারণে রয়েছেন মাঠের বাইরে। এবং আরেক বোলার লুঙ্গি এনগিডি বাইরে থাকবেন জানুয়ারি পর্যন্ত।
সেন্ট জর্জ পার্কে ৫ ডিসেম্বর থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট। এরপরে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে প্রোটিয়ারা।