Image

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে আমির জাঙ্গু

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে আমির জাঙ্গু

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে আমির জাঙ্গু

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে আমির জাঙ্গু

পূর্ণাঙ্গ সফরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্টের পর ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে বিসিবির দল ঘোষণার দিনে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজও জানিয়ে দিয়েছে ৫০ ওভারের সিরিজের জন্য তাদের স্কোয়াড। চমক হিসেবে আমির জাঙ্গু বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ডাক পেয়েছেন। 

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার আমির জাঙ্গু। অলরাউন্ডার জাস্টিন গ্রিভস গত মাসের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকে বাদ পড়ার পর ওডিআই সেটআপে ফিরেছেন। ঘরোয়া সুপার৫০ ওডিআই টুর্নামেন্টে ধারাবাহিক ফর্মের জন্য তারা পুরস্কৃত হয়েছেন। তবে এই দুইকে জায়গা দিতে উইন্ডিজ দল থেকে বাদ পড়লেন হেইডেন ওয়ালশ জুনিয়র ও জুয়েল অ্যান্ড্রু। 

ক্যাপ্টেন শাই হোপের ডেপুটি ব্র্যান্ডন কিং, এ দু'জনই উইন্ডিজের ব্যাটিং স্তম্ভ। ব্যাটিং আক্রমণ সাজানো হয়েছে এভিন লুইস, শিমরন হেটমায়ার, শেরফানে রাদারফোর্ড, কেসি কার্টি, রোস্টন চেজকে নিয়ে। আলজারি জোসেফ, শামার জোসেফ, জেডেন সিলস এবং ম্যাথু ফোর্ড ফাস্ট বোলিং ইউনিটের নেতৃত্ব দেবেন। স্পিন বোলিং বিভাগের প্রধান গুদাকেশ মতি।

ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৮ ডিসেম্বর। সিরিজের পরের দুই ম্যাচও একই ভেন্যু সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে, ১০ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। 

স্কোয়াড নিয়ে প্রধান কোচ ড্যারেন স্যামির মন্তব্য:

'আমরা আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছি। এতে খেলোয়াড়দের পুল প্রসারিত করার পাশাপাশি স্বল্পমেয়াদী লক্ষ্য হিসেবে সিরিজ জেতা, বিশেষ করে ঘরের মাঠে জয় নিশ্চিত করা এবং ইংল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক জয়ের গতি ধরে রাখার দিকে মনোযোগ দিচ্ছি।'

স্যামি আরও বলেন, জাস্টিন গ্রিভস এবং আমির জাঙ্গুর অন্তর্ভুক্তি দলে ভারসাম্য এবং গতিশীলতা যোগ করবে।

'গ্রিভস টপ সিক্সের যেকোনো স্থানে ব্যাট করতে সক্ষম এবং দলে সত্যিকারের অলরাউন্ড দক্ষতা আনছেন। অন্যদিকে জাঙ্গুর সুপার৫০-এ পারফরম্যান্স তার নমনীয়তাকে প্রমাণ করে, যা আমাদের ব্যাটিং ইউনিটে নতুন মাত্রা যোগ করবে।' 

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড- 

শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ অধিনায়ক), কেসি কার্টি, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমেয়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড, জেয়ডেন সিলস, রোমারিও শেফার্ড।  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড- 

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিইফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। 

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের সূচি- 

১ম ওয়ানডে- ৮ ডিসেম্বর, ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস
২য় ওয়ানডে- ১০ ডিসেম্বর, ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস 
৩য় ওয়ানডে- ১২ ডিসেম্বর, ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three