টেস্ট চ্যাম্পিয়নশিপে শুরুর মতোই শেষটা জয়ে রাঙাল বাংলাদেশ
টেস্ট চ্যাম্পিয়নশিপে শুরুর মতোই শেষটা জয়ে রাঙাল বাংলাদেশ
টেস্ট চ্যাম্পিয়নশিপে শুরুর মতোই শেষটা জয়ে রাঙাল বাংলাদেশ
গত বছরের ডিসেম্বরে সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের স্মরণীয় জয় পেয়েছিল বাংলাদেশ। আরেক ডিসেম্বরে এসেও ইতিহাসগড়া জয় পেল। ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতল বাংলাদেশ। দারুণ দুই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরু ও শেষ করেছে টাইগাররা। সেই সঙ্গে জয় দিয়েই ২০২৪ সালের টেস্ট অভিযান শেষ করল বাংলাদেশ।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তৃতীয় চক্রের শুরু ও শেষটা হয়েছে জয় দিয়ে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার আট নম্বরে আছে বাংলাদেশ। এই চক্রে ১২ ম্যাচ খেলা বাংলাদেশের জয় ৪টিতে। যার মধ্যে তিনটিই আসে বিদেশের মাটিতে। টেবিলের তলানিতে অবশ্য জায়গা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। তবে এখনও তাদের বাকি আছে দুই টেস্ট (পাকিস্তানের বিপক্ষে)। পাকিস্তান সফরে উইন্ডিজ টেস্টে জিতলেও পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান বদলানোর সম্ভাবনা কমই।
টানা পরাজয়ে ব্যাকফুটে থাকা মেহেদী হাসান মিরাজের দল কিংস্টন টেস্ট ১০০ রানে জিতে স্বস্তি নিয়ে শেষ করল ২০২৪ সালের টেস্ট অভিযান। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে বাংলাদেশের শেষ ম্যাচ ছিল এটি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০০৯ সালের গ্রেনাডা টেস্টের ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে হারাতে পারল বাংলাদেশ।
বাংলাদেশ অবশ্য এই টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটাও করেছিল দারুণ এক জয়ে। তাইজুলের ১০ উইকেটে নিউজিল্যান্ডকে সিলেট টেস্টে ১৫০ রানে হারায় বাংলাদেশ। আজ শেষ ম্যাচেও বাংলাদেশের ভরসা হন তাইজুল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। জিতেছেন ম্যাচ সেরা ক্রিকেটারের পুরস্কারও।
মাঝে ঘরের মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ। তবে পরের সিরিজেই আবার অবিশ্বাস্য কীর্তি। পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের প্রথমবারের মতো ধবলধোলাই করে বাংলাদেশ। উড়তে থাকা দলটাই পরের পাঁচ টেস্টে জয়ের দেখা পায়নি। ভারত সফরে গিয়ে হেরেছে ২-০ ব্যবধানে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ২-০'তে হোয়াইটওয়াশ। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজও শুরু হার দিয়ে। জ্যামাইকার স্যাবাইনা পার্কে বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ে রাঙিয়ে বাংলাদেশ শেষ করল চ্যাম্পিয়নশিপের খেলা।
বাংলাদেশ— ৩১.২৫% পয়েন্ট
ফল: নিউজিল্যান্ড (দেশে, ১-১, ড্র), শ্রীলঙ্কা (দেশে, ০-২, হার), পাকিস্তান (বিদেশে, ২-০, জয়), ভারত (বিদেশে, ২-০ হার), দক্ষিণ আফ্রিকা (দেশে, ০-২ হার), ওয়েস্ট ইন্ডিজ (বিদেশে, ১-১ ড্র)।