দুই পুরস্কার হয়েছে ভাগ, তাইজুল হলেন ম্যাচসেরা ক্রিকেটার
দুই পুরস্কার হয়েছে ভাগ, তাইজুল হলেন ম্যাচসেরা ক্রিকেটার
দুই পুরস্কার হয়েছে ভাগ, তাইজুল হলেন ম্যাচসেরা ক্রিকেটার
অধিনায়কত্বের অভিষেক সিরিজেই মেহেদী হাসান মিরাজের বাজিমাত। তার দল কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জিতল রেকর্ড গড়ে। ২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজে এটি বাংলাদেশের প্রথম জয়। সেই সিরিজে উইন্ডিজকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করলেও এবার বাংলাদেশ সিরিজ শেষ করল ১-১ সমতায়।
বাংলাদেশকে ২০১ রানে হারিয়ে টেস্ট সিরিজ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগা টেস্টে বড় ব্যবধানে হারের পর সিরিজে সমতা ফেরাতে জ্যামাইকার স্যাবাইনা পার্কে জিততেই হত বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানে অলআউট করে বাংলাদেশ কিংস্টন টেস্ট জিতে নিল ১০১ রানের ব্যবধানে। ইতিহাসগড়া জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ। তাই ট্রফি ভাগ করে নিয়েছে দুই দল।
ম্যাচ শেষে ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও বাংলাদেশের মেহেদী হাসান মিরাজকে দেখা গেছে ট্রফি নিয়ে ফের একসাথে ছবি তুলতে। সিরিজ শুরুর আগেও ঠিক একইভাবে ফ্রেমবন্দি হয়েছিলেন মিরাজ-ব্র্যাথওয়েট।
প্রথম ইনিংসে নাহিদ রানার ফাইফারের পর দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই দেখা যায় ব্যাটারদের আগ্রাসন। জাকের আলি অনিক অনবদ্য ৯১ রানের ইনিংস খেলে দলকে বেশ ভালোভাবেই রাখেন জয়ের পথে। বাকি কাজটা বল হাতে সারেন তাইজুল ইসলাম। ম্যাচ জয়ী স্পেল করে শিকার করেন ৫ উইকেট। প্রথম ইনিংসে ১ উইকেট, এবার ৫০ রান খরচায় ৫ উইকেট শিকার করে দলকে জিতিয়ে দেওয়া তাইজুল ইসলাম পেলেন ম্যাচ সেরার পুরস্কার।
তবে দলের মতো সিরিজ সেরার ট্রফিও হয়েছে ভাগ। যৌথভাবে সিরিজ সেরা হয়েছেন দুই দলের দুই পেসার তাসকিন আহমেদ ও জেয়ডেন সিলস। পুরো সিরিজ জুড়ে ১১ উইকেট দখলে নেন তাসকিন। তাসকিনের সাথে পুরস্কার ভাগ করে নেওয়া জেয়ডেন সিলস পেয়েছেন মোট ১০ উইকেট।