Image

জাকের আলির বিধ্বং'সী ব্যাটিংয়ে বাংলাদেশ টার্গেট দিল ২৮৭ রানের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 15 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জাকের আলির বিধ্বং'সী ব্যাটিংয়ে বাংলাদেশ টার্গেট দিল ২৮৭ রানের

জাকের আলির বিধ্বং'সী ব্যাটিংয়ে বাংলাদেশ টার্গেট দিল ২৮৭ রানের

জাকের আলির বিধ্বং'সী ব্যাটিংয়ে বাংলাদেশ টার্গেট দিল ২৮৭ রানের

২১১ রানে এগিয়ে জ্যামাইকাতে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ বাকি ৫ উইকেটে যোগ করে  রান। তাইজুল, মুমিনুল দ্রুত বিদায় নিলেও আগ্রাসী ব্যাটিংয়ে দলের সংগ্রহ বড় করতে থাকেন জাকের আলি অনিক। তার ৯১ রানের অনবদ্য ইনিংসের কল্যাণে ওয়েস্ট ইন্ডিজকে ২৮৭ রানের টার্গেট দিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।  

৫ উইকেটে ১৯৩, ২১১ রানের লিড নিয়ে আজ প্রথম সেশনেই টাইগাররা অলআউট ২৬৮ রানে। আজ যা রান হয়েছে প্রায় পুরোটাই জাকের আলি অনিকের ব্যাট থেকে আসা। শেষ পর্যন্ত সেঞ্চুরি পর্যন্ত হাওয়া হয়নি জাকেরের। ব্যক্তিগত ৯১ রানে ক্যাচ হলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসও থেমে যায়। ক্যারিয়ার সেরা ইনিংসে বাংলাদেশকে জয়ের পথে রাখেন জাকের আলি অনিক।

জ্যামাইকাতে এর আগে টেস্টের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১১ রানের টার্গেট তাড়া করে জয়ের রেকর্ড আছে। স্বাগতিক উইন্ডিজ অধিনায়ক ব্রায়ান লারার ব্যাটে চড়ে ম্যাচ জিতেছিল ৭ উইকেটে। বাংলাদেশ এবার এর চাইতে বড় লক্ষ্য দিয়েছে স্বাগতিকদের। কিংস্টনে এই টেস্টে বাংলাদেশকে হারাতে হলে নতুন করে আবার রেকর্ড লিখতে হবে ক্যারিবীয়দের। রান করতে হবে ২৮৭। 

আলজারি জোসেফ সকালের শুরুতেই তুলে নেন আগের দিন বিকেলে অপরাজিত থাকা তাইজুল ইসলামের উইকেট। ভাঙে ৯৫ বলে খেলা জাকের-তাইজুলের ৩৪ রানের জুটি। মুমিনুল হক ৪ বলে খেলে আউট হয়েছেন শূন্য রানে। হাসান মাহমুদ মাঝে ১২ বল মোকাবিলা করে সঙ্গ দিয়ে যান জাকেরকে। সকালের সেশনে বাংলাদেশের হারানো প্রথম ৩ উইকেটের সবক'টিতেই প্রথম স্লিপে দাঁড়িয়ে ক্যাচ লুফে নেন কাভেম হজ। 

আলজারিকে ছক্কা হাঁকিয়ে ৮০ বলে ফিফটি পূর্ণ করেন জাকের আলি অনিক। টানা তিন টেস্টে তিনটি পঞ্চাশ রানের ইনিংস জাকেরের ব্যাট থেকে। ফিফটির পর দ্রুত রান তুলতে থাকেন জাকের। আলজারি জোসেফের যে ওভারে পঞ্চাশ ছুঁয়েছেন ৬ বলে মোট ১৮ রান করেন। পরের ওভারে কেমার রোচকেও হাঁকান ছক্কা। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three