বাংলাদেশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল
বাংলাদেশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল
বাংলাদেশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল
বাংলাদেশের বিরুদ্ধে শেষের রোমাঞ্চে ৭ রানে জিতল লঙ্কান যুবারা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কা পেল হ্যাটট্রিক জয়ের স্বাদ। 'বি' গ্রুপের রানার আপ হয়ে বাংলাদেশের মিলল সেমিফাইনালের টিকিট। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে সহজ ম্যাচ কঠিন করে হারল জুনিয়র টাইগাররা।
২২৯ রানের টার্গেট টপকাতে নেমে ২২১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
হ্যাটট্রিক জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ‘বি’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে গেল শ্রীলঙ্কা দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৪৫ রানে হারায় আফগানিস্তানকে। নেপালের বিপক্ষে পরের ম্যাচে আসে ৫ উইকেটের বড় জয়। আজ দুবাইয়ে হারল লঙ্কানদের কাছে।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত পঞ্চাশ ওভারের আগেই হয়েছে অলআউট। আল ফাহাদ, রিজান হোসেনের পেস তাণ্ডবের সামনে অসহায় আত্মসমর্পণ লঙ্কান ব্যাটারদের। তবে একা হাতে লড়াই চালিয়ে সেঞ্চুরি পাওয়া ভিমাথ দিনসারা দলের সংগ্রহ দুইশো ছাড়িয়ে দেন।
শেষ ব্যাটার হিসেবে ব্যক্তিগত ১০৬ রানে ভিমাথ আউট হলে ২২৮ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। বল হাতে ৫০ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আল ফাহাদ। আরেক পেসার রিজান হোসেনের শিকার ৩ উইকেট। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে থাকে শ্রীলঙ্কা।
২২৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত শুরু পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে দলীয় ৫২ রানে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙে দুর্ভাগ্যজনক ভাবে জাওয়াদ আবরারের রান আউটে। দারুণ ছন্দে থাকা জাওয়াদ নামের পাশে ২৪ রান নিয়ে ফিরে যান প্যাভিলিয়নে। ২২ বলে সমান ২ চার ও ছক্কায় সাজান এই ইনিংস।
অধিনায়ক আজিজুল হাকিম তামিম এরপর আরেক ওপেনার কালাম সিদ্দিকি অ্যালেনের সঙ্গী হন। তবে ব্যক্তিগত ৮ রানে তামিম রান আউটের শিকার হলে ভাঙে ৩২ রানের জুটি।
এরপর ছোট-ছোট ইনিংস খেলে বাংলাদেশকে জয়ের পথে রাখেন দলের মিডল-অর্ডার ব্যাটাররা। দেবাশীষ দেবা করেন ৩১ রান। সামিউন বাসিরের ব্যাট থেকে আসে ১৪ রান। উইকেটকিপার ব্যাটার ফরিদ হাসান ২৪ রানে অপরাজিত থাকলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি।
আগামী ৬ ডিসেম্বর টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। 'বি' গ্রুপের রানার আপ বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হবে আগামীকাল 'এ' গ্রুপের খেলা শেষে।