ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডেতেও অধিনায়ক মিরাজ, জাকির আউট, আফিফ ইন
ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডেতেও অধিনায়ক মিরাজ, জাকির আউট, আফিফ ইন
ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডেতেও অধিনায়ক মিরাজ, জাকির আউট, আফিফ ইন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৮ ডিসেম্বর শুরু হবে এই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ, সবকটি ম্যাচই হবে সেন্ট কিটসে।
টেস্ট সিরিজের মত ওয়ানডে সিরিজেও নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর অনুপস্থিতিতে প্রথমবারের মত টাইগারদের ওয়ানডে দলের নেতৃত্ব দিবেন মেহেদী হাসান মিরাজ।
কুচকির ইনজুরি থেকে এখনো সেরে ওঠেননি নাজমুল হোসেন শান্ত। মূলত একারণেই তিনি নেই স্কোয়াডে। শুধু শান্তই নন, একই ইনজুরিতে বাংলাদেশ পাচ্ছে না তাওহীদ হৃদয়কেও। বিসিবির মেডিকেল টিম তাঁকে 'আনঅ্যাভেইলেবল' ঘোষণা করায় নির্বাচকরা তাঁকে বিবেচনা করেননি।
প্রায় ১ বছর পর আবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব। ২০২৩ সালের ডিসেম্বরে শেষবার ওয়ানডে খেলছিলেন আফিফ। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে স্কোয়াডে থাকা জাকির হাসান বাদ পড়েছেন, জায়গা ধরে রেখেছেন গতি তারকা নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড-
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিইফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের সূচি-
১ম ওয়ানডে- ৮ ডিসেম্বর, ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস
২য় ওয়ানডে- ১০ ডিসেম্বর, ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস
৩য় ওয়ানডে- ১২ ডিসেম্বর, ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস।