২০২৪ সালের ২য় দ্রুততম বোলার নাহিদ রানা
২০২৪ সালের ২য় দ্রুততম বোলার নাহিদ রানা
২০২৪ সালের ২য় দ্রুততম বোলার নাহিদ রানা
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে পেসার নাহিদ রানা দুর্দান্ত বোলিংয়ে আগুন ঝরালেন যেন! ৬১ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংই করে ফেললেন। নাহিদের প্রথম ফাইফারে স্বাগতিকদের ইনিংস ধ্বসে যায় অল্পতেই। এই টেস্টে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে যাচ্ছেন নিয়মিত। গতির ঝড় তোলা নাহিদ নিজের নাম লিখেছেন আরও এক রেকর্ড বইয়ে।
২০২৪ সালে টেস্ট ক্রিকেটে সবচেয়ে গতিময় বোলারের তালিকায় দুই নম্বরে বাংলাদেশের নাহিদ রানা। গতির ডেলিভারিতে নাহিদের উপরে কেবল ইংলিশ পেসার মার্ক উড। নাহিদ রানার পরের অবশ্য জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার তারকা মিচেল স্টার্কের। সেরা ৩ পেসারই এই ক্যালেন্ডার ইয়ারে এখন অবদি খেলেছেন ৬টি করে টেস্ট।
এক নম্বরে থাকা ইংল্যান্ডের পেসার মার্ক উডের গড় গতি ঘণ্টায় ১৪৫.৩১ কিলোমিটার। দুইয়ে থাকা নাহিদ রানার অ্যাভারেজ স্পিড ১৪০.৯৩ কিলোমিটার। মিচেল স্টার্ক ঘণ্টায় ১৪০.১৪ কিলোমিটার গতিতে এ বছর টেস্টে বল করেছেন।
গতি নাহিদ রানার সহজাত। উচ্চতার কারণে বাড়তি বাউন্সও তিনি আদায় করে নেন পিচ থেকে। চলমান কিংস্টন টেস্টে নিয়মিতই ১৫০ কিলোমিটার গতিতে বল করে যাচ্ছেন। ক্যারিবীয় ব্যাটারদের রীতিমতো নাকানিচুবানি খাইয়েছেন। গতিময় বোলিংয়ে এবার বসেছেন দুই তারকা উড, স্টার্কের মাঝে।
১৮-১-৬১-৫, যা টেস্টে নাহিদ রানার ক্যারিয়ার সেরা। সাদা পোশাকে এই প্রথম ফাইফারের স্বাদ পেলেন নাহিদ। উইন্ডিজের প্রথম ইনিংসে অনবদ্য বোলিং দেখিয়ে নাহিদ প্রশংসা পাচ্ছেন সব মহল থেকেই।