টি-টেনের চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটরস
-
1
জাতীয় ক্রিকেট লিগের সূচি ঘোষণা, প্রথমবার অংশ নিচ্ছে ময়মনসিংহ বিভাগ
-
2
নোমান আলির ঘূর্ণিতে প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে পাকিস্তানের দাপুটে জয়
-
3
অবশেষে বগুড়ায় ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট, শুরু যুব সিরিজ দিয়ে
-
4
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে পার্টনার হলো ওয়ালটন
-
5
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে ফিরলেন সৌম্য প্রথমবার ডাক পেলেন অঙ্কন

টি-টেনের চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটরস
টি-টেনের চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটরস
আবু ধাবি টি-টেন লিগের ফাইনালে মরিশভিলে স্যাম্প আর্মিকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডেকান গ্ল্যাডিয়েটরস। মরিশভিলের ১০৪ রানের জবাবে ক্যাডমোরের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৬.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় ডেকান গ্ল্যাডিয়েটরস।
আবু জায়েদ স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে মরিসভিলে। দলের হয়ে সর্বোচ্চ ২৩ বলে ৩৪ রান করেন ডু প্লেসিস। তাছাড়া ৯ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন আন্দ্রেস গাউস। শেষ দিকে করিম জানাত করে ১৬ রান।
ডেকান গ্ল্যাডিয়েটরস হয়ে ২ টি উইকেট শিকার করেন রিচার্ড গ্লিসন। ১ টি করে উইকেট নেন থিকশানা, নরকিয়া, উসমান এবং ইবরার।
১০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ বলে ৫১ রানের ওপেনিং জুটি গড়েন কোহলার ক্যাডমোর এবং নিকোলাস পুরান। ১০ বলে ২৮ রানের ইনিংস খেলে আউট হন পুরান। ব্যাটিংয়ে তান্ডব চালিয়ে অর্ধশতক পূর্ণ করেন ক্যাডমোর।
রাইলি রুশো ও জশ বাটলার দুজনেই করেন ৫ বলে ১২ রান। কায়েস আহমেদকে বাটলার ছক্কা হাঁকিয়ে শিরোপা ঘরে গ্লাডিয়েটরস। ২১ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন ক্যাডমোর। তার ইনিংসে ছিল ৫ টি চার ও ৪ টি ছক্কা।
ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রিচার্ড গ্লিসন। এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন জশ বাটলার।