Image

বাবার স্মৃতি মনে করে জাকের আলি অনিকের আফসোস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাবার স্মৃতি মনে করে জাকের আলি অনিকের আফসোস

বাবার স্মৃতি মনে করে জাকের আলি অনিকের আফসোস

বাবার স্মৃতি মনে করে জাকের আলি অনিকের আফসোস

১৫ বছর অপেক্ষার পর অবশেষে ওয়েস্ট ইন্ডিজের মাঠে টেস্ট জিতল বাংলাদেশ। কিংস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১৮৫ রানে অলআউট করে বাংলাদেশ জিতল ১০১ রানে। ইতিহাসগড়া এই জয়ের অন্যতম নায়ক জাকের আলি অনিক। ২০০৯ সালের স্মৃতি ভেবে আফসোস করেছেন বাবার জন্যে। 

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে, ২০০৯ সালের গ্রেনাডা টেস্টের ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে হারাতে পারল বাংলাদেশ। আগের সেই সিরিজ টিভিতে দেখা জাকের আলি অনিক আজ বাংলাদেশের জয়ের নায়ক। 

জাকের আলি অনিক তার বাবার স্মৃতি মনে করে নিজের ফেসবুক প্রোফাইলে লিখন, 

'তখন আমার বয়স ১১। ২০০৯ সালের সেই সিরিজ এর একটা ম্যাচও আমি মিস করিনাই, সারারাত জেগে বাংলাদেশ এর খেলা দেখতাম। আব্বা ভোর রাতে উঠে দেখে আমি খেলা দেখছি। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো, কিন্তু কোনো বকা দিলনা। ১৫ বছর পর একই সিরিজে আমি বাংলাদেশ এর হয়ে খেলছি। আব্বা বেঁচে থাকলে হয়তো রাতজেগে খেলা দেখতো। Anyway this is for you Abba ❤️'

প্রথম ইনিংসে নাহিদ রানার ফাইফারের পর দ্বিতীয় ইনিংসে ব্যাটারের আগ্রাসন। জাকের আলি অনিক অনবদ্য ৯১ রানের ইনিংস খেলে দলকে বেশ ভালোভাবেই রাখেন জয়ের পথে। বাকি কাজটা বল হাতে সারেন তাইজুল ইসলাম। ম্যাচ জয়ী স্পেল করে শিকার করেন ৫ উইকেট। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three