আইসিসির র্যাংকিংয়ে তাসকিনের উন্নতি, শেখ মেহেদীর বড় লাফ
আইসিসির র্যাংকিংয়ে তাসকিনের উন্নতি, শেখ মেহেদীর বড় লাফ
আইসিসির র্যাংকিংয়ে তাসকিনের উন্নতি, শেখ মেহেদীর বড় লাফ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বল হাতে পারফর্ম করে পুরস্কার পেয়েছেন তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান। আইসিসির টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন শেখ মেহেদী, উন্নতি হয়েছে তাসকিন আহমেদেরও।
বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে নৈপুণ্যের পর ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন টি-টোয়েন্টির বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন। আকিল হোসেন তার ক্যারিয়ারে প্রথমবারের মতো নম্বর ওয়ান পজিশনে।
বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে তাসকিন আহমেদ। ৬০৮ রেটিং পয়েন্ট নিয়ে ৩ ধাপ এগিয়ে তাসকিনের অবস্থান এখন ১৮তম। যা তার ক্যারিয়ার সেরা র্যাংকিং। সিরিজের ৩ ম্যাচ খেলে তাসকিন দখলে নেন মোট ৭ উইকেট।
বড় লাফ দিয়েছেন শেখ মেহেদী হাসান। ১৮ ধাপ এগিয়ে মেহেদী এখন ২৩ নম্বরে। এই সিরিজে বল হাতে তিনিই সবচেয়ে বেশি উইন্ডিজকে বিপাকে ফেলেন। তিন ম্যাচে মেহেদীর শিকার মোট ৮ উইকেট।
রিশাদ হোসেনের উন্নতি না হলেও পেসার হাসান মাহমুদ এগিয়েছেন ৩৮ ধাপ। ৪৮ তম পজিশনে আসা হাসান মাহমুদের রেটিং ৫০৬।