Image

আইসিসির র‍্যাংকিংয়ে তাসকিনের উন্নতি, শেখ মেহেদীর বড় লাফ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইসিসির র‍্যাংকিংয়ে তাসকিনের উন্নতি, শেখ মেহেদীর বড় লাফ

আইসিসির র‍্যাংকিংয়ে তাসকিনের উন্নতি, শেখ মেহেদীর বড় লাফ

আইসিসির র‍্যাংকিংয়ে তাসকিনের উন্নতি, শেখ মেহেদীর বড় লাফ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বল হাতে পারফর্ম করে পুরস্কার পেয়েছেন তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান। আইসিসির টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন শেখ মেহেদী, উন্নতি হয়েছে তাসকিন আহমেদেরও। 

বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে নৈপুণ্যের পর ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন টি-টোয়েন্টির বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন। আকিল হোসেন তার ক্যারিয়ারে প্রথমবারের মতো নম্বর ওয়ান পজিশনে। 

বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে তাসকিন আহমেদ। ৬০৮ রেটিং পয়েন্ট নিয়ে ৩ ধাপ এগিয়ে তাসকিনের অবস্থান এখন ১৮তম। যা তার ক্যারিয়ার সেরা র‍্যাংকিং। সিরিজের ৩ ম্যাচ খেলে তাসকিন দখলে নেন মোট ৭ উইকেট। 

বড় লাফ দিয়েছেন শেখ মেহেদী হাসান। ১৮ ধাপ এগিয়ে মেহেদী এখন ২৩ নম্বরে। এই সিরিজে বল হাতে তিনিই সবচেয়ে বেশি উইন্ডিজকে বিপাকে ফেলেন। তিন ম্যাচে মেহেদীর শিকার মোট ৮ উইকেট। 

রিশাদ হোসেনের উন্নতি না হলেও পেসার হাসান মাহমুদ এগিয়েছেন ৩৮ ধাপ। ৪৮ তম পজিশনে আসা হাসান মাহমুদের রেটিং ৫০৬। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three