Image

মিরাজ এখন টেস্টের ২ নম্বর অলরাউন্ডার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মিরাজ এখন টেস্টের ২ নম্বর অলরাউন্ডার

মিরাজ এখন টেস্টের ২ নম্বর অলরাউন্ডার

মিরাজ এখন টেস্টের ২ নম্বর অলরাউন্ডার

ভারতের রবীন্দ্র জাদেজা টেস্ট অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে এক নম্বরে রয়েছেন। তার পরের জায়গাটা বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজের পর দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মিরাজ।

আইসিসির প্রকাশিত সবশেষ র‍্যাংকিংয়ে মেহেদী হাসান মিরাজ অবস্থান করছেন টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ের দুই নম্বরে। মিরাজের আগে কেবল রবীন্দ্র জাদেজা। দুই ধাপ এগিয়ে দুইয়ে আসা মিরাজের রেটিং ২৮৪।

তবে সেরা পাঁচে মিরাজ ছাড়া পরিবর্তন হয়েছে কেবল মার্কো জানসেনের পজিশন। ৩ ধাপ পিছিয়ে যাওয়া জানসেন এখন পাঁচ নম্বরে। তবে সাকিব আল হাসান আছেন তার আগের অবস্থানেই, ২৬৩ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব চারে। তার আগে ৩ নম্বরে রবিচন্দ্রন অশ্বিন। 

সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে মিরাজ উইকেট শিকার করেন মোট ৫টি। ব্যাট হাতে এক ইনিংসেও ফিফটির দেখা পাননি। তবে অ্যান্টিগায় প্রথম টেস্টে করেছিলেন ২৩ ও ৪৫ রান। এরপর জ্যামাইকাতে ফিরে খেলেন ৩৬ ও ৪২ রানের ইনিংস। আর তাতেই অলরাউন্ডার র‍্যাংকিংয়ে মিরাজের হয়েছে উন্নতি। 

আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিং-

১। রবীন্দ্র জাদেজা (ভারত), ৪১৫ রেটিং
২। মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ), ২৮৪ রেটিং
৩। রবিচন্দ্রন অশ্বিন (ভারত), ২৮৩ রেটিং
৪। সাকিব আল হাসান (বাংলাদেশ), ২৬৩ রেটিং
৫। মার্কো জানসেন (দক্ষিণ আফ্রিকা), ২৬০ রেটিং।    

Details Bottom
Details ad One
Details Two
Details Three