Image

তাসকিনের ক্যারিয়ার সেরা রেটিং, র‍্যাংকিংয়ে মেহেদী, হাসানদের লম্বা লাফ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
তাসকিনের ক্যারিয়ার সেরা রেটিং, র‍্যাংকিংয়ে মেহেদী, হাসানদের লম্বা লাফ

তাসকিনের ক্যারিয়ার সেরা রেটিং, র‍্যাংকিংয়ে মেহেদী, হাসানদের লম্বা লাফ

তাসকিনের ক্যারিয়ার সেরা রেটিং, র‍্যাংকিংয়ে মেহেদী, হাসানদের লম্বা লাফ

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাঁদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ৩ ম্যাচের সিরিজে প্রথম ২ ম্যাচ জিতেই বাজিমাত করেছে টাইগাররা। সেন্ট ভিনসেন্টে দুই জয়ে বড় ভূমিকা রেখেছেন বোলাররা। আর তাতে করে র‍্যাংকিংয়ে হয়েচজে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মেহেদী হাসানদের উন্নতি। 

প্রথম ম্যাচে ২ ও দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট পাওয়া তাসকিন আহমেদ ক্যারিয়ার সেরা ৬০৮ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ১৮ নম্বরে। ৩ ধাপ এগিয়ে তাসকিনের অবস্থান এখন ১৮ নম্বরে। এই সিরিজে না থাকা মুস্তাফিজুর রহমান ২ ধাপ পিছিয়ে নেমেছেন ১৯ নম্বরে। বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষে আছেন তাসকিনই।

এই দুজনের পরেই আছেন শেখ মেহেদী হাসান। ৫৯০ রেটিং পয়েন্ট নিয়ে ১৮ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ২৩ নম্বরে।  

৫৩১ রেটিং পয়েন্ট নিয়ে আগের অবস্থানেই আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ৩৮ নম্বরে অবস্থান করছেন তিনি। ৩৮ ধাপ এগিয়ে কাগিসো রাবাদা ও নুয়ান থুশারার সঙ্গে যৌথভাবে ৪৭ নম্বরে উঠে এসেছেন এই পেসার। 

এক ধাপ পিছিয়ে ৬১ নম্বরে আছেন তানজিম হাসান সাকিব। 

ব্যাটারদের মধ্যে বাংলাদেশি হিসাবে শীর্ষে আছেন তাওহীদ হৃদয়। যদিও এই সিরিজে না থাকা হৃদয় ৬ ধাপ নেমে ট্রিস্টান স্টাবসের সঙ্গে আছেন ২৯ নম্বরে। 

অফ ফর্মে থাকা লিটন দাস ২ ধাপ পিছিয়ে আছেন ৪৬ নম্বরে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three