আবারও টেস্টের ১ নম্বর বোলার জাসপ্রীত বুমরাহ
- 1
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
- 2
প্রথম বলেই সাকিবের ৬, এরপর ডট দিয়ে আউট
- 3
তামিমকে টপকে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা মাহমুদউল্লাহর
- 4
পাকিস্তান সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ওয়ানডে দল ঘোষণা
- 5
নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে ম্যাথু পটসকে ডাকল ইংল্যান্ড
আবারও টেস্টের ১ নম্বর বোলার জাসপ্রীত বুমরাহ
আবারও টেস্টের ১ নম্বর বোলার জাসপ্রীত বুমরাহ
আইসিসি টেস্ট বোলিং র্যাংকিংয়ে নিজের সিংহাসন ফিরে পেলেন জাসপ্রীত বুমরাহ। পার্থে সেঞ্চুরি করা ভিরাট কোহলিও উন্নতি করলেন ব্যাটিং র্যাংকিংয়ে। আরেক ভারতীয় ব্যাটার যশস্বী জাইসওয়াল অনবদ্য সেঞ্চুরির পুরস্কার পেয়েছেন, অবস্থান করছেন ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে।
বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে রোহিত শর্মার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়ে দলকে ইতিহাস গড়া জয় এনে দিয়েছেন জাসপ্রীত বুমরাহ। পার্থে অসামান্য বোলিংও করেছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক বুমরাহ। তারই পুরস্কার পেলেন এবার। আইসিসি টেস্ট বোলিং র্যাংকিংয়ে এক নম্বর জায়গা ফিরে পেলেন তারকা পেসার বুমরাহ।
দুই ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউডকে পিছনে ফেলে আবার শীর্ষে ফিরে আসেন জাসপ্রীত বুমরাহ। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে বুমরাহ ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ পুরস্কারও জেতেন। এর আগে চলতি ফেব্রুয়ারিতেই প্রথম ভারতীয় পেসার হিসাবে টেস্টে শীর্ষস্থান দখল করেন তিনি।
তরুণ ওপেনার যশস্বী জাইসওয়ালের অভূতপূর্ব উন্নতি। পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করে জাইসওয়াল দুই ধাপ উঠে দ্বিতীয় স্থানে এসেছেন। ৮২৫ রেটিং পয়েন্ট নামের পাশে, যা টেস্টে তার ক্যারিয়ারের সেরা।
ভারতের আরেক তারকা ভিরাট কোহলি ৩০তম টেস্ট সেঞ্চুরির সুবাদে নয় ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন।