দুইজনের রান পুষিয়ে দিতে পেরে বেজায় খুশি ম্যাচসেরা জাকের আলি
- 1
চমক দিয়ে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড ঘোষণা
- 2
নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার শক্তিশালী টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
- 3
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কাটল, সমাধান খুঁজে নিল আইসিসি
- 4
দুইজনের রান পুষিয়ে দিতে পেরে বেজায় খুশি ম্যাচসেরা জাকের আলি
- 5
ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
দুইজনের রান পুষিয়ে দিতে পেরে বেজায় খুশি ম্যাচসেরা জাকের আলি
দুইজনের রান পুষিয়ে দিতে পেরে বেজায় খুশি ম্যাচসেরা জাকের আলি
প্রথম টেস্টে ৫৩ ও ৩১, দ্বিতীয় টেস্টে ১ ও ৯১। ওয়ানডে সিরিজে ৪৮, ৩ ও ৬২*। টি-টোয়েন্টি সিরিজে ২৭, ২১, ৭২*। জাকের আলি অনিক স্বপ্নের মত এক ওয়েস্ট ইন্ডিজ সফর কাটিয়েছেন। শেষটা করেছেন দাপট দেখিয়ে, দলকে ৮০ রানের জয় এনে দিতে ব্যাট হাতে ৪১ বলে অপরাজিত ৭২ রানের মন মাতানো ইনিংস।
অথচ ১৭ রান করেই সাজঘরের পথ ধরেছিলেন জাকের আলি অনিক। রাগে ফুসতে ফুসতে পৌঁছে গিয়েছিলেন ড্রেসিংরুমেও। সেখান থেকে তাঁকে ফিরিয়ে আনেন আম্পায়ার।
বাংলাদেশের ইনিংসের ১৫ তম ওভারের ৩য় বল। রসটন চেজের বলে ২য় রানের জন্য দৌড় দেন জাকের আলি। তবে অপর প্রান্ত থেকে শামীম সাড়া দেননি। জাকের তাও অপর প্রান্তে পৌঁছে যান। দুজনই এক প্রান্তে দাঁড়িয়ে, নিকোলাস পুরানের থ্রো থেকে চেজ সহজেই আউট করেন। নিজে আউট ভেবে ড্রেসিংরুমে ফেরেন জাকের। তবে তৃতীয় আম্পায়ার দেখেন শামীম হোসেন ক্রিজে পৌছানোর আগে জাকের পৌচেছেন। আবার ডেকে নেওয়া হয় জাকেরকে, সাজঘরে যান শামীম।
এক বল বাদে এক রান নিতে গিয়ে রান আউটে কাটা পড়েন এক বলও মোকাবেলা না করা শেখ মেহেদী হাসান।
ম্যাচ শেষে প্রেজেন্টেশনে ঐ দুই রান আউট নিয়ে কথা বলেন জাকের আলি অনিক। সফরজুড়ে দারুণ পারফর্ম করার কারণ হিসাবে মাইন্ডসেটকে সামনে আনেন।
জাকের আলি বলেন, 'আমার জন্য পুরো সিরিজটাই অসাধারণ কেটেছে। আজকের উইকেট আগের দুটি ম্যাচের তুলনায় ভালো ছিল। আমি আজ সময় নিয়ে খেলতে চেয়েছিলাম এবং জানতাম, যদি ইনিংস গভীরে নিয়ে যেতে পারি, তাহলে রান করতে পারব। সেই বিভ্রান্তিকর রানআউটের পরিস্থিতি সত্যিই বাজে ছিল, তবে থার্ড আম্পায়ার আমাকে আবার ব্যাট করার সুযোগ দিয়েছিলেন। ভাগ্যক্রমে এর পর আমি রান করতে পেরেছি, এবং এতে আমি খুশি। আমি দুজনের রানই পুষিয়ে দিয়েছি।'
'এটি (সফর জুড়ে ভালো করার কারণ) সম্পূর্ণ মানসিকতার ব্যাপার, এবং আমি জানি যে ক্যারিবিয়ান খেলোয়াড়রা যে ফরম্যাটেই খেলুক, তারা সর্বোচ্চ চেষ্টা করবে। আমি এখানে বিশ্বকাপ খেলেছি এবং যদিও সেখানে ভালো করতে পারিনি, তবে এই ফরম্যাটে আমার জন্য সবকিছু ভালোভাবে চলছে।'