Image

ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে তাসকিন, বাকিদের অবনতি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে তাসকিন, বাকিদের অবনতি

ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে তাসকিন, বাকিদের অবনতি

ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে তাসকিন, বাকিদের অবনতি

অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ হারলেও তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিংয়ে আগুন ঝরান! ৬৪ রানে ৬ উইকেট নিলে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস ধসে পড়ে ১৫২ রানে। এবার আইসিসির টেস্ট বোলিং র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তাসকিন। অবস্থান করছেন ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে। 

ওয়েস্ট ইন্ডিজে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬/৬৪—তাসকিনের ক্যারিয়ারসেরা বোলিং। ম্যাচের প্রথম ইনিংসে তাসকিন পান আরও দুই উইকেট। এবার আইসিসি টেস্ট বোলিং র‍্যাংকিংয়ে তাসকিনের হয়েছে রেকর্ড উন্নতি। ১৬ ধাপ উঠে ৫১তম স্থানে পৌঁছেছেন। টেস্ট র‍্যাংকিংয়ে তাসকিনের অভূতপূর্ব উন্নতি। ৩৮৩ রেটিং পয়েন্ট নামের পাশে, যা টেস্টে তার ক্যারিয়ারের সেরা। 

অ্যান্টিগায় বাংলাদেশের ১৮ উইকেট নিয়েছেন উইন্ডিজের পাঁচ পেসার। শামার জোসেফ, আলজারি জোসেফ, কেমার রোচ, জেইডেন সিলস ও জাস্টিন গ্রিভস দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। সিলস, রোচ এবং আলজারি জোসেফ যথাক্রমে ১১, ১৭ এবং ২৯তম স্থানে উঠে এসেছেন। 

টেস্ট অলরাউন্ডারদের তালিকায় বাংলাদেশের মেহেদী হাসান তিন ধাপ উঠে তৃতীয় স্থানে এসেছেন। তবে বোলিং র‍্যাংকিংয়ে মিরাজ পিছিয়েছেন এক ধাপ, এখন আছেন তালিকার ২৬ নম্বরে। আরেক স্পিনার তাইজুল ইসলাম ৫ ধাপ পিছিয়ে ২৩তম। তাসকিনের উন্নতি হলেও বাকি দুই পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের হয়েছে অবনতি। ২ ধাপ পিছিয়ে হাসান এখন ৫৭ নম্বরে। ৪ সংখ্যা নিচে নেমে শরিফুলের অবস্থান ৬৭তম। 

আইসিসি টেস্ট বোলিং র‍্যাংকিংয়ে নিজের সিংহাসন ফিরে পেলেন জাসপ্রীত বুমরাহ। বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে রোহিত শর্মার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়ে দলকে ইতিহাস গড়া জয় এনে দিয়েছেন জাসপ্রীত বুমরাহ। পার্থে অসামান্য বোলিংও করেছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক বুমরাহ। তারই পুরস্কার পেলেন এবার।

Details Bottom
Details ad One
Details Two
Details Three