Image

আম্পায়ারের কাছে রিভিউ চেয়ে জরিমা'না গুনছেন ফজলহক ফারুকি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আম্পায়ারের কাছে রিভিউ চেয়ে জরিমা'না গুনছেন ফজলহক ফারুকি

আম্পায়ারের কাছে রিভিউ চেয়ে জরিমা'না গুনছেন ফজলহক ফারুকি

আম্পায়ারের কাছে রিভিউ চেয়ে জরিমা'না গুনছেন ফজলহক ফারুকি

আফগান পেসার ফজলহক ফারুকিকে শাস্তি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিল আইসিসি। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অসদাচরণের দায়ে ফারুকিকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। 

ফজলহক ফারুকিকে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করেছে আইসিসি। কোড অব কন্ডাক্টের ২.৮ নম্বর ধারা ভঙ্গ করেছেন তিনি, যেটি লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ। 

এটি আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোর সঙ্গে সম্পর্কিত। ম্যাচ ফি কর্তনের পাশাপাশি ফারুকিকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে, জিম্বাবুয়ের ইনিংসের পঞ্চম ওভারে। ক্রেগ আরভিনের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন প্রত্যাখ্যান করা হলে ফজলহক ভিন্নমত প্রকাশ করেন। এই সিরিজে ডিআরএস না থাকলেও রিভিউ চান ফারুকি। 

এ অপরাধে ফজলহক ফারুকির ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে, দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এ ধরনের অপরাধে ৫০ থেকে ১০০ শতাংশ ম্যাচ ফি জরিমানা, সঙ্গে তিন বা চারটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

এটি ছিল গত ২৪ মাসের মধ্যে ফারুকির প্রথম অপরাধ। অপরাধ স্বীকার করে নেওয়াতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচটিতে বল হাতে মাত্র ১৫ রান খরচায় দুই উইকেট দখলে নেন ফারুকি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three