Image

আইসিসির আচরণবিধি ভাঙায় হেনরিখ ক্লাসেনকে জরিমা'না

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইসিসির আচরণবিধি ভাঙায় হেনরিখ ক্লাসেনকে জরিমা'না

আইসিসির আচরণবিধি ভাঙায় হেনরিখ ক্লাসেনকে জরিমা'না

আইসিসির আচরণবিধি ভাঙায় হেনরিখ ক্লাসেনকে জরিমা'না

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তি দেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেনকে। তাকে তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আউট হওয়ার পর স্টাম্পে লাথি মারার জন্য এই শাস্তি দেয়া হয়েছে তাকে।

আইসিসি কোড অফ কন্ডাক্টের লেভেল ১ লঙ্ঘনের জন্য ক্লাসেনকে একটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে। ম্যাচ শেষে ক্লাসেনর নামে আচরণবিধি ভঙের অভিযোগ এনেছিলেন অনফিল্ড আম্পায়ার। অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং ক্লাসেন তা মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ঘটনাটি ঘটে, ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন। ব্যাট হাতে তখন দারুণ করছিলেন ক্লাসেন। সেই মুহুর্তে ব্যাক্তিগত ৯৭ রানে বাউন্ডারির সীমানায় ক্যাচ তুলে দেন তিনি। সাথে সাথেই তা তালুবন্দি করেন ইরফান খান। তাই সেঞ্চুরি মিসের সাথে সাথে শেষ ব্যাটার হিসাবে আউট হয়ে দল হারার হতাশায় স্ট্যাম্পে লাথি মারেন ক্লাসেন।

এই ম্যাচে ৩ পাকিস্তানি ব্যাটারের অর্ধশতকে ৩৩০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ২৪৮ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে ব্যাট হাতে একাই লড়ে গেছেন হেনরিখ ক্লাসেন।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে হেরে ইতিমধ্যেই সিরিজ হারের মুখ দেখেছে প্রোটিয়ারা। তৃতীয় ওয়ানডেতে হোয়াইট ওয়াশ এড়াতে পাকিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three