Image

অস্ট্রেলিয়ার ওয়ানডে কাপের নাম 'ডিন জোন্স ট্রফি'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অস্ট্রেলিয়ার ওয়ানডে কাপের নাম 'ডিন জোন্স ট্রফি'

অস্ট্রেলিয়ার ওয়ানডে কাপের নাম 'ডিন জোন্স ট্রফি'

অস্ট্রেলিয়ার ওয়ানডে কাপের নাম 'ডিন জোন্স ট্রফি'

অস্ট্রেলিয়ান ক্রিকেটের ঘরোয়া ওয়ানডে কাপ প্রতিযোগিতার বিজয়ীরা আসন্ন আসর থেকে ডিন জোন্স ট্রফি ঘরে তুলবে। কিংবদন্তি ক্রিকেটার জোন্সকে সম্মান জানাতে নামকরণ করা হয়েছে 'ডিন জোন্স ট্রফি'। ট্রফির নামকরণের পাশাপাশি, প্লেয়ার অফ দ্য ফাইনালকে মাইকেল বেভান মেডেল দেওয়া হবে।

ট্রফির নামকরণের পাশাপাশি সীমিত ওভারের ফরম্যাটে মাইকেল বেভানের অবিশ্বাস্য রেকর্ড এবং অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য ফাইনালের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে মাইকেল বেভান মেডেল। 

ডিন জোন্স ট্রফি এবং মাইকেল বেভান মেডেল প্রথমবারের মতো এই মৌসুমের ফাইনালে ১ মার্চ উপস্থাপিত হবে।

ডিন জোন্স ২০২০ সালের সেপ্টেম্বরে ৫৯ বছর বয়সে মারা যান। এর আগে ভিক্টোরিয়ার হয়ে ৫৫টি ঘরোয়া ওয়ানডে ম্যাচে ৫০.৫২ গড়ে মোট ২১২২ রান করেছিলেন। ২০১৯ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন জোন্স।

জোন্সের স্ত্রী জেন, কন্যা অগাস্টা ও ফোবি আজ এমসিজিতে ট্রফিটি উন্মোচন করেন। ডিন জোন্সের কন্যা ফোবি বলেছেন, তার বাবা এমন একটি প্রতিযোগিতায় এই স্বীকৃতি পেয়ে গর্বিত হবেন যা তিনি পছন্দ করতেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three