Image

অলরাউন্ডার শান্তর দাপটে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করলো রাজশাহী

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অলরাউন্ডার শান্তর দাপটে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করলো রাজশাহী

অলরাউন্ডার শান্তর দাপটে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করলো রাজশাহী

অলরাউন্ডার শান্তর দাপটে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করলো রাজশাহী

এনসিএল টি-টোয়েন্টিতে ৭৮ রানের ইনিংস খেলে নাজমুল হোসেন শান্ত রাজশাহীর জয়ের নায়ক। সিলেট বিভাগের বিপক্ষে ম্যাচে রাজশাহী ১৮১ রান সংগ্রহ করে ম্যাচ জিতল ২৬ রানে। ব্যাটিং দাপটের পর বল হাতেও শান্ত ছিলেন দুর্দান্ত, ৪ ওভারে ১৯ রান দিয়ে পান ১ উইকেট। জয় দিয়ে এনসিএল টি-টোয়েন্টি যাত্রা শেষ করলো রাজশাহী। 

পরাজয়ের বৃত্তে ঘুরতে থাকা রাজশাহী বিভাগ অবশেষে জয়ের স্বাদ পেল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে। ইনজুরির পর প্রত্যাবর্তনের ম্যাচে ৮০ রানের ইনিংস খেলা শান্ত এরপর টানা ব্যর্থ হন। আজ সিলেট বিভাগের বিপক্ষে ৭৮ রান করেছেন। ওপেনিংয়ে নেমে ৪৮ বলের ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ৫ ছক্কায়। অধিনায়ক শান্ত অবশ্য এদিন দেখিয়েছেন তার অলরাউন্ড নৈপুণ্য। 

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৮১ রান বোর্ডে জমা করে রাজশাহী। বরাবরের মতোই ওপেনিংয়ে আলো ছড়ান হাবিবুর রহমান সোহান। ২টি করে ছক্কা ও চারে ১৪ বলেই রান তুলেন ২৫। তিনে নামা সাব্বির হোসেন সমান ১৪ বলে করেন ৩০ রান। তাওহীদ হৃদয় ১ ছক্কার ইনিংসে রান পান ২১। 

বড় লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারেই তৌফিক খান তুষারের উইকেট হারায় সিলেট। আরেক ওপেনার জিশান আলমই কেবল সিলেটকে দেন স্বস্তি। ফিফটি হাঁকিয়ে প্যাভিলিয়নে ফিরে যান ৬০ রানে। এছাড়া পিনাক ঘোষের ব্যাট থেকে আসে ২৭ রান। ৮ উইকেট হারিয়ে সিলেটের ইনিংস থামল ১৫৫ রানে। রাজশাহীর কাছে ২৬ রানে হেরে এনসিএল থেকে বিদায় নিল স্বাগতিক সিলেট।

Details Bottom
Details ad One
Details Two
Details Three