ওয়েস্ট ইন্ডিজকে বাংলাওয়াশ করার ম্যাচেও আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
- 1
চমক দিয়ে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড ঘোষণা
- 2
নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার শক্তিশালী টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
- 3
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কাটল, সমাধান খুঁজে নিল আইসিসি
- 4
দুইজনের রান পুষিয়ে দিতে পেরে বেজায় খুশি ম্যাচসেরা জাকের আলি
- 5
ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
ওয়েস্ট ইন্ডিজকে বাংলাওয়াশ করার ম্যাচেও আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজকে বাংলাওয়াশ করার ম্যাচেও আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের দারুণ কামব্যাক। প্রথম দুই ম্যাচ জিতেই উইন্ডিজের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এবার শেষ ম্যাচ জিতে স্বাগতিকদের বাংলাওয়াশ করার সুযোগ থাকছে টাইগারদের। সেন্ট ভিনসেন্টে কি হ্যাটট্রিক জয়ের আশায় আগে ব্যাটিংয়ে বাংলাদেশ।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লিটন দাসের দল এগিয়ে ২-০ ব্যবধানে। প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ। ২৭ রানে জিতেছে দ্বিতীয় টি–টোয়েন্টি, সিরিজ জিতে গেছে এক ম্যাচ হাতে রেখেই। ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের বদলা নেওয়ার সহজ সুযোগ বাংলাদেশের সামনে।
চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন সৌম্য সরকার। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের সপ্তম ওভারে স্লিপে ক্যাচ নিতে গিয়ে ডান হাতের তর্জনীতে চোট পান সৌম্য। তার জায়গায় খেলছেন পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের সেরা একাদশে কেবল এই একটিই পরিবর্তন।
বাংলাদেশ একাদশ-
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ-
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, রস্টন চেজ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়, গুদাকেশ মতি, রোমারিও শেফার্ড।