Image

লঙ্কা টি-টেন লিগে চ্যাম্পিয়ন সাব্বির-মোসাদ্দেকদের হাম্বানটোটা বাংলা টাইগার্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 10 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
লঙ্কা টি-টেন লিগে চ্যাম্পিয়ন সাব্বির-মোসাদ্দেকদের হাম্বানটোটা বাংলা টাইগার্স

লঙ্কা টি-টেন লিগে চ্যাম্পিয়ন সাব্বির-মোসাদ্দেকদের হাম্বানটোটা বাংলা টাইগার্স

লঙ্কা টি-টেন লিগে চ্যাম্পিয়ন সাব্বির-মোসাদ্দেকদের হাম্বানটোটা বাংলা টাইগার্স

ফাইনালে জাফনা টাইটান্সকে হারিয়ে লঙ্কা টি-টেন সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমানদের দল বাংলা টাইগার্স হাম্বানটোটা। ফাইনালে ২৬ রানে জিতে শিরোপা ঘরে তুলেছে বাংলা টাইগার্স।  বাংলা টাইগার্সের ১৩৩ রানের জবাবে ১০৭ রানে আঁটকে যায় জাফনা টাইটান্স।

বৃহস্পতিবার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলা টাইগার্স হাম্বানটোটা। সাব্বির রহমান খেলেন ৮ বলে ১৬ রানের ইনিংস। তার ইনিংসে ছিলো ২ টি ছক্কা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন মোহাম্মদ শেহজাদ এবং শেভন ড্যানিয়েল। অধিনায়ক শানাকা করেন ২১ রান। নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে বাংলা টাইগার্স।

জাফনা টাইটান্সের পক্ষে ১৮ রানে ২ টি উইকেট নেন ত্রিভেন ম্যাথিউ।

১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গ্লিসনের জোড়া আঘাতে মাত্র ২৮ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে জাফনা টাইটান্স। টম অ্যাবেলের ২৭ বলে ৫৪ রানের লড়াকু ইনিংসের পরেও বাকি ব্যাটারদের ব্যর্থতায় জয়ের কাছাকাছি পৌছাতে পারনি টাইটান্সরা। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৭ রানেই থামতে হয় জাফনা টাইটান্সের।

বাংলা টাইগার্সের হয়ে ৩ টি উইকেট শিকার করেন রিচার্ড গ্লিসন, ২ টি পান দাসুন শানাকা। ম্যাচ এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন দাসুন শানাকা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three