ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের ৭ উইকেটের সেরা সেশন
ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের ৭ উইকেটের সেরা সেশন
ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের ৭ উইকেটের সেরা সেশন
ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশময় এক সেশন, একে-একে ৭ উইকেটের উদযাপন। তৃতীয় দিনের সকালের পুরোটাই ছিল বাংলাদেশের পেসারদের আধিপত্য। বল হাতে নিয়ে রীতিমতো আগুন ঝরালেন নাহিদ রানা। ১ উইকেটে ৭০ রান নিয়ে আজ খেলা শুরু করা স্বাগতিকরা দ্রুতই হারিয়ে বসে আরও ৭ উইকেট। নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিনের পেস তোপের সামনে বিপর্যস্ত হয়ে অলআউটের খুব কাছে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল।
প্রথম ইনিংসে বাংলাদেশের ১৬৪ রানের জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজের রান ৮ উইকেটে ১৩৫। এখনও তারা পিছিয়ে আছে ২৯ রানে, হাতে বাকি কেবল ২ উইকেট।
কিংস্টন টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৫ ওভার, ৬৫ রানের বিপরীতে বাংলাদেশ তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেট। কেমার রোচ ৬, শামার জোসেফ ৫ রান নিয়ে অপরাজিত।
এখন অবদি ১৬ ওভার করা নাহিদ রানা ৫৭ রান খরচায় শিকার করেন ৪ উইকেট। গতির ঝড় তোলা নাহিদ রানার সামনে দিনের প্রথম ঘন্টাতেই ভেঙে যায় উইন্ডিজের ব্যাটিং অর্ডার। এরপর তাসকিন আহমেদ, হাসান মাহমুদও যোগ দেন উইকেট পার্টিতে।
কেসি কার্টির ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট করেন ৩৯। এই দুই ব্যাটার ছাড়া আজ আউট হওয়া বাকি ৫ জন আউট হয়েছেন এক অংকের রানে থেকে।