সৌম্যের উপভোগ্য করোনাকালে শুধু ক্রিকেটটাই ছিলনা

সৌম্য সরকার

গত ২৬ ফেব্রুয়ারি বিয়ে করেন জাতীয় দলের বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট, ওয়ানডে সিরিজে দেখা যায়নি তাকে। অবশ্য ছুটিটা দীর্ঘ না করে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই মাঠে ফিরেছেন। কিন্তু এরপর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) মাত্র একটি ম্যাচ মাঠে গড়ানোর পরই করোনায় স্থগিত দেশের সব ধরণের ক্রিকেট। ফলে মধ্য মার্চ থেকে আবারও অঘোষিত ছুটিতে নব বিবাহিত সৌম্য।

মাঠের ক্রিকেট না থাকা মানেই ক্রিকেটারদের ব্যাকুলতা বেড়ে যাওয়া। কিন্তু নব বিবাহিত সৌম্য লকডাউনের সময়টাকেই কাজে লাগালেন ভিন্নভাবে। ব্যস্ততার কারণে ক্রিকেটাররা পরিবারকে সময় দিতে পারেন না, বিভিন্ন উৎসবেও থাকতে হয় মাঠে। বিয়ের পর শুরুতেই এমন লম্বা ছুটি বাঁহাতি এই ওপেনারের কাছে মেঘ না চাইতে বৃষ্টির মত। সময়টাকে বেশ দুর্দান্তভাবে উপভোগ করেছেন পরিবারের সাথে।

কিন্তু পেশাদার ক্রিকেটার বলেই ব্যাট-বল, ২২ গজ যেন আড়াল থেকে ঠিক ডাকছিল সৌম্যকে। পাঁচ মাসের বেশি সময় পর বিসিবির তত্বাবধানে একক অনুশীলন শুরু করেছেন এই টাইগার ব্যাটসম্যান। আজ (১৩ আগস্ট) অনুশীলন শেষে সৌম্য বলেন, ‘সবদিক দিয়ে চিন্তা করলে ভালো (করোনায় ঘরবন্দী সময়), শুধু একটা দিক দিয়ে খারাপ কেটেছে। শুধু খেলাটা ছিল না।’

‘বাকি জিনিসটা, পরিবারকে সময় দিতে পেরেছি। প্রথম দিকে একটু খারাপ লাগতো, পরের দিকে মানিয়ে নিয়েছি। যদি খেলা থাকতো তাহলে আমার কাছে মনে হয় কোয়ারেন্টাইনটা অনেক ভালো ছিল (হাসি)।’

এদিকে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকাল (১২ আগস্ট) বিসিবি শ্রীলঙ্কা সফর চূড়ান্তের বিষয় নিশ্চিত করেন সেপ্টেম্বরের ২৩ তারিখ লঙ্কা দ্বীপের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা, প্রথম টেস্ট ২৪ অক্টোবর। এক মাস আগে যাওয়া সফরে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে টিম বাংলাদেশকে, মানতে হবে কড়া স্বাস্থ্যবিধি। তবে নিরাপত্তার খাতিরে এসব মেনে নিতে সমস্যা নেই সৌম্য সরকারের।

বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, ‘নিরাপত্তা একটা বড় ইস্যু। দলও আমাদের একটা পরিবারের মত। সবাই নিজেকে নিরাপদ রেখে কোয়ারেন্টাইনে থাকতে হবে। যেসব নিয়ম থাকবে সেসব মেনেই মাঠে খেলতে নামাটা ভালো হবে বলে আমার কাছে মনে হয়। কারণ যে কোন একজনের মধ্যে যদি চলে আসে বাকিরাও ভুক্তভোগী হবে। তাই আমার কাছে মনে হয় নিয়মটা মেনে চলাই ভালো।’

‘প্রথম সব জিনিসই একটু অন্য রকম থাকে। আমার কাছে মনে হয় এক মাস আগে যদি যায়, তাহলে দলের সবাই অনুশীলনের মধ্যে থাকবে। একটু বেশি (শ্রীলঙ্কায় অবস্থান) হলেও ঐ যে বললাম নিরাপত্তার কারণে করতে হবে। এটাও টিম ওয়ার্ক হিসেবেই ধরতে হবে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করতে চান সৌম্য

Read Next

এইচপির কোচ হিসেবে নিয়োগ পেলেন টবি রেডফোর্ড

Total
0
Share