Image

চট্টগ্রাম জয় করে সিরিজও জিততে চাইছে জিম্বাবুয়ে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 8 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চট্টগ্রাম জয় করে সিরিজও জিততে চাইছে জিম্বাবুয়ে

চট্টগ্রাম জয় করে সিরিজও জিততে চাইছে জিম্বাবুয়ে

চট্টগ্রাম জয় করে সিরিজও জিততে চাইছে জিম্বাবুয়ে

দুই টেস্ট সিরিজে জিম্বাবুয়ে ১–০ ব্যবধানে এগিয়ে। বাংলাদেশের মাঠে আরেকটি জয়ের আশায় জিম্বাবুয়ে। সিলেট টেস্ট জয়ের পর চট্টগ্রামে গিয়ে সিরিজ জয়ের আশা করছে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। স্বাগতিক দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে জেনেও নিজেদেরই এগিয়ে রাখছেন আরভিন। সিরিজে সমতা আনতে হলে দ্বিতীয় ও শেষ টেস্টে নাজমুল হোসেন শান্তর দলকে জিততেই হবে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের মাথায় ৩ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নেয় জিম্বাবুয়ে। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৭৪ রানের টার্গেট ৫০.১ ওভারে টপকে যায় সফরকারী দলটি। আর তাতেই ইতিহাস, প্রায় ৭ বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট জিতল তারা। ২০১৮ সালে আগের জয়টিও ছিল সিলেটের মাঠেই। 

এক দিন আগেই শেষ প্রথম টেস্ট। এবার দুই দলের মিশন চট্টগ্রামে। সিরিজ বাঁচাতে হলে জয়ের বিকল্প নেই নাজমুল হোসেন শান্তদের। বিপরীতে, কিছুটা হলেও স্বস্তিতে জিম্বাবুইয়ানরা। চট্টগ্রামের দ্বিতীয় টেস্ট হার রুখে দিয়ে ড্র করতে পারলেই ট্রফি উঠবে তাদের হাতে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। 

সিলেটে জয়ের পর চট্টগ্রামে গিয়ে সিরিজ নিশ্চিত করতে চাইছে জিম্বাবুয়ে। ক্রেইগ আরভিন ম্যাচ জয়ের পর নিজেদের উচ্ছ্বাসের কথা জানালেন, 

'এই টেস্ট জয়ের পর আমরা সত্যিই আত্মবিশ্বাসী (সিরিজ জিততে)। এখন বিশ্বাসটা জন্মেছে যে, আমরা লক্ষ্যটা ছুঁতে পারি। তবে চট্টগ্রামে আমাদের নতুন করে শুরু করতে হবে এবং আবার সবকিছু মূল্যায়ন করতে হবে। আমাদের মানসিকতা সেখানে দারুণ গুরুত্বপূর্ণ হবে, বিশেষ করে সিলেটে জয়ের পর।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three