দুবের ঝোড়ো ফিফটিও বৃথা, সিরিজ হারল ভারত
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বয়কট বিতর্ক, পাকিস্তানকে কড়া বার্তা ওয়াসিম আকরামের
-
2
বিশ্বকাপ বর্জনের প্রভাব গণমাধ্যমেও, আইসিসির সিদ্ধান্তে বিসিবির ব্যাখ্যা দাবি
-
3
৩৪ বছর বয়সে পেশাদার ক্রিকেটকে বিদায় বললেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার
-
4
বাছাইপর্বের সাফল্য, আইসিসি তালিকায় এগোলেন বাংলাদেশ নারী ক্রিকেটাররা
-
5
বাবর বিতর্কে ক্লান্ত সালমান আগা, দলে অন্যদের দিকেও নজর দেওয়ার আহ্বান
দুবের ঝোড়ো ফিফটিও বৃথা, সিরিজ হারল ভারত
দুবের ঝোড়ো ফিফটিও বৃথা, সিরিজ হারল ভারত
শিভম দুবের ঝোড়ো ইনিংসও ভারতের হার ঠেকাতে পারল না। চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে ৫০ রানে পরাজিত হয়ে এক ম্যাচ বাকি থাকতেই ৩–১ ব্যবধানে সিরিজ হারল ভারত।
প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড তোলে ২১৫/৭। জবাবে ভারত গুটিয়ে যায় ১৮.৪ ওভারে ১৬৫ রানে।
নিউজিল্যান্ডের ইনিংসের ভিত্তি গড়ে দেন টিম সেইফার্ট ও ডেভন কনওয়ে। সেইফার্টের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতেই চাপে পড়ে ভারত। প্রথম ছয় ওভারে ৭১ রান তোলে নিউজিল্যান্ড, যা ভারতের বিরুদ্ধে কিউইদের সেরা পাওয়ারপ্লে স্কোর। সেইফার্ট করেন ৬২ রান, কনওয়ে যোগ করেন ৪৪।
মাঝের ওভারগুলোতে দ্রুত উইকেট হারালেও শেষদিকে ড্যারিল মিচেলের ব্যাটে গতি ফেরায় কিউইরা। বুমরাহর ১৯তম ওভার থেকে আসে ১৯ রান। শেষ ওভারে হার্শিত রানার খরচা ১৪। ফলে ২০০ পেরিয়ে যায় নিউজিল্যান্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। অভিষেক শর্মা গোল্ডেন ডাকে ফিরেন সাজঘরে। সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন ও হার্দিক পান্ডিয়ার ব্যর্থতায় রান তাড়ায় ১১ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ৮৭/৫।
এই অবস্থায় একাই লড়াই চালান শিভম দুবে। ইশ সোধির এক ওভারে করেন ২৯ রান। মাত্র ১৫ বলে ফিফটি পূর্ণ করেন তিনি, যা ভারতের হয়ে তৃতীয় দ্রুততম। তবে ১৫তম ওভারের শেষ বলে রান আউট হয়ে গেলে ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়। দুবে আউট হন ৬৫ রান করে।
নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সফল ছিলেন মিচেল স্যান্টনার (৩/২৬)। জ্যাকব ডাফি ও ইশ সোধি নেন দুটি করে উইকেট। আট বল বাকী থাকতে ভারত অলআউট হয়ে যায়।
এই জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিল নিউজিল্যান্ড।
