Image

নতুন করে আবার নিষিদ্ধ তাওহীদ হৃদয়, সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 9 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নতুন করে আবার নিষিদ্ধ তাওহীদ হৃদয়, সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম

নতুন করে আবার নিষিদ্ধ তাওহীদ হৃদয়, সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম

নতুন করে আবার নিষিদ্ধ তাওহীদ হৃদয়, সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম

তাওহীদ হৃদয়ের শাস্তি কমানোর ঘটনাকে কেন্দ্র করে গরম বিসিবি পাড়া। নতুন করে আবার এক ম্যাচ নিষিদ্ধ হলেন হৃদয়। ফলে ডিপিএল সুপার লিগের পরের ম্যাচে মোহামেডানের হয়ে খেলতে পারবেন না তামিমের পরিবর্তে নেতৃত্ব পাওয়া হৃদয়। সতীর্থের একাধিক নিষেধাজ্ঞা ইস্যুতে আজ সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন তামিম ইকবাল।

আগামীকাল ২৬ এপ্রিল সুপার লিগের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে নিষিদ্ধ থাকবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাওহীদ হৃদয়। নিয়ম ভেঙে নিষেধাজ্ঞা কমানোর সিদ্ধান্তে গিয়ে প্রবল সমালোচনার মুখে পড়ে বিসিবি, সমাধানের পথ খোঁজতে গিয়ে এখন হৃদয়কে নতুন করে বাকি থাকা সেই এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। 

গত ১২ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে মিরপুরে আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করেন মোহামেডানের অধিনায়ক হৃদয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। পাশাপাশি তার নামের পাশে যুক্ত হয় চারটি ডিমেরিট পয়েন্ট। ম্যাচের পর আম্পায়ারদের সমালোচনা করায় পরদিন তার শাস্তি বাড়িয়ে আরও এক ম্যাচ অর্থাৎ মোট দুই ম্যাচ নিষিদ্ধ করার কথা জানানো হয়। সেই সঙ্গে করা হয় ৮০ হাজার টাকা জরিমানা।

নিষেধাজ্ঞার ফলে ডিপিএলের সুপার লিগে প্রথম দুটি ম্যাচে বাইরে থাকতে হতো হৃদয়কে। তবে ১৭ এপ্রিল মিরপুরে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে না খেললেও গত রোববার অগ্রণী ব্যাংকের বিপক্ষে মোহামেডানকে নেতৃত্ব দেন তিনি। মোহামেডানের চাপে পড়ে বিসিবির আম্পায়ার্স কমিটি হৃদয়কে ম্যাচ খেলার সুযোগ করে দেয়। 

অথচ নিষেধাজ্ঞা অনুযায়ী ওই ম্যাচেও তার মাঠের বাইরে থাকার কথা ছিল। দুই ম্যাচ নিষিদ্ধ থাকা হৃদয় এক ম্যাচ পর নিয়ম ভেঙে মাঠের খেলায় ফিরলে আবার শুরু হয় বিতর্ক। এবার হৃদয়কে বাকি থাকা এক ম্যাচ আবার নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three