ক্যারিয়ার সেরা বোলিংয়ে শীর্ষ ৫ এ জায়গা পেলেন মুস্তাফিজুর রহমান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ক্যারিয়ার সেরা বোলিংয়ে শীর্ষ ৫ এ জায়গা পেলেন মুস্তাফিজুর রহমান

ক্যারিয়ার সেরা বোলিংয়ে শীর্ষ ৫ এ জায়গা পেলেন মুস্তাফিজুর রহমান

ক্যারিয়ার সেরা বোলিংয়ে শীর্ষ ৫ এ জায়গা পেলেন মুস্তাফিজুর রহমান

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছে বাংলাদেশ দল। ৩য় ও শেষ ম্যাচে এসে অবশ্য রাশ টেনে ধরেছে টাইগাররা। মুস্তাফিজুর রহমানের দাপুটে বোলিংয়ে স্বাগতিকদের ১০৪ রানেই আটকে রেখেছে নাজমুল হোসেন শান্তর দল। 

প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৫ ওভারে ৪৬ রান তুলে ফেলে যুক্তরাষ্ট্র। আন্দ্রিস গজকে ফিরিয়ে উইকেট পাবার সূচনা করে সাকিব আল হাসান। গজ ছিলেন সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ তম উইকেট। 

সাকিবের মত ১ টি করে উইকেট পান তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। তবে সবাইকে ছাড়িয়ে, নিজের অতীত রেকর্ডও ছাড়িয়ে যান মুস্তাফিজুর রহমান। 

৪ ওভারে ১ মেডেন সহিত ১০ রান খরচে ৬ টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজের ক্যারিয়ার সেরা। 

৬ উইকেট নিয়ে মুস্তাফিজ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট সংগ্রাহকের তালিকায় সেরা ৫ এ উঠে এসেছেন। মার্ক অ্যাডায়ারকে পেছনে ফেলেছেন তিনি। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শীর্ষ ৫ উইকেট সংগ্রাহক- 

১. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ১৫৭
২. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ১৪৬
৩. রাশিদ খান (আফগানিস্তান/আইসিসি)- ১৩৮
৪. ইশ সোধি (নিউজিল্যান্ড)- ১৩৬
৫. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)- ১২০।