Image

প্যাট কামিন্সের টানা হ্যাটট্রিকে রেকর্ড, ৩ এর সাথে সখ্যতা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
প্যাট কামিন্সের টানা হ্যাটট্রিকে রেকর্ড, ৩ এর সাথে সখ্যতা

প্যাট কামিন্সের টানা হ্যাটট্রিকে রেকর্ড, ৩ এর সাথে সখ্যতা

প্যাট কামিন্সের টানা হ্যাটট্রিকে রেকর্ড, ৩ এর সাথে সখ্যতা

চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে '৩' এর সাথে সখ্যতা যেন প্যাট কামিন্সের। গ্রুপ পর্বে ইংল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে নিয়েছেন ৩ টি করে উইকেট। সুপার এইটে এসে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষেও ৩ টি করে উইকেট নিলেন। শেষের দুই ম্যাচে তো ৩ উইকেট হ্যাটট্রিকের অংশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসাবে দুই হ্যাটট্রিকের মালিক হলেন কামিন্স। 

বাংলাদেশের বিপক্ষে টানা ৩ বলে মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান ও তাওহীদ হৃদয়কে ফিরিয়েছিলেন প্যাট কামিন্স। 

আফগানিস্তানের বিপক্ষে টানা তিন বলে ফেরান রাশিদ খান, করিম জানাত ও গুলবেদিন নাইবকে। ডেভিড ওয়ার্নার ক্যাচ না ছাড়লে হতে পারত টানা চার বলে চার উইকেটও। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসাবে দুই হ্যাটট্রিকের মালিক প্যাট কামিন্স আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫ম। এর আগে দুইটি করে টি-টোয়েন্টি হ্যাটট্রিক করেছেন নিউজিল্যান্ডের টিম সাউদি, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা , সার্বিয়ার মার্ক পাভলোভিচ ও মাল্টার ওয়াসিম আব্বাস। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নিয়ে ৬০ টি হ্যাটট্রিক হল। সর্বোচ্চ ৬ টি হ্যাটট্রিক করেছে শ্রীলঙ্কার বোলাররা। ৫ টি করে হ্যাটট্রিক নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বোলারদের। 

প্যাট কামিন্সের (২) আগে অস্ট্রেলিয়ার হয়ে হ্যাটট্রিক করেছেন ব্রেট লি (বিপক্ষ বাংলাদেশ, ২০০৭), অ্যাশটন অ্যাগার (বিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ২০২০), নাথান এলিস (বিপক্ষ বাংলাদেশ, ২০২১)।  

২ টি করে হ্যাটট্রিক আছে আফগানিস্তান, বেলজিয়াম, ডেনমার্ক, আয়ারল্যান্ড, মাল্টা, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, সার্বিয়া ও উগান্ডার বোলারদের। 

আর্জেন্টিনা, বাহরাইন, সাইপ্রাস, চেক রিপাবলিক, এস্তোনিয়া, জার্মানি, ঘানা, ভারত, কেনিয়া, কুয়েট, মালয়েশিয়া, নামিবিয়া, নেপাল, নেদারল্যান্ডস, সিয়েরা লিওন, দক্ষিণ আফ্রিকা, স্পেন, তানজানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের বোলাররা ১ বার করে হ্যাটট্রিকের দেখা পেলেও হ্যাটট্রিকের দেখা পাননি বাংলাদেশের কোন বোলার। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three