টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে বদল আনল ওয়েস্ট ইন্ডিজ, ৫ রিজার্ভ
- 1
কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে তামিমের অনুরোধ, তবে...
- 2
বেতন বাড়ল কেন্দ্রীয় চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদের, কে কত পাচ্ছেন
- 3
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
- 4
চমক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
- 5
ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জো রুট, নেই স্টোকস
টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে বদল আনল ওয়েস্ট ইন্ডিজ, ৫ রিজার্ভ
টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে বদল আনল ওয়েস্ট ইন্ডিজ, ৫ রিজার্ভ
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর জন্য পূর্ব ঘোষিত স্কোয়াড থেকে বদল এনেছে ওয়েস্ট ইন্ডিজ দল। ক্রিকেটার বদলের পাশাপাশি রিজার্ভ ক্রিকেটার যুক্ত করেছে তাঁরা।
অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারের জায়গা নিয়েছেন বাঁহাতি ফাস্ট বোলার ওবেদ ম্যাকয়। ইনজুরির কারণে বিশ্বকাপ খেলা হচ্ছে না হোল্ডারের। কাউন্টি চ্যাম্পিয়নশিপে পাওয়া চোট টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে হোল্ডারকে।
হোল্ডারের জায়গা নেওয়া ওবেদ ম্যাকয় ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের নেপাল সফরে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন, ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।
স্কোয়াডের সঙ্গে কাইল মায়ের্স, ম্যাথু ফোর্ড, ফ্যাবিয়ান অ্যালেন, হেইডেন ওয়ালশ, আন্দ্রে ফ্লেচার- এই ৫ ক্রিকেটারকে রিজার্ভ হিসাবে যুক্ত করেছে তাঁরা।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড-
রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলঝারি জোসেফ, জনসন চার্লস, রস্টন চেজ, শিমরন হেটমেয়ার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, ওবেদ ম্যাকয়, গুদাকেশ মতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।
রিজার্ভ-কাইল মায়ের্স, ম্যাথু ফোর্ড, ফ্যাবিয়ান অ্যালেন, হেইডেন ওয়ালশ, আন্দ্রে ফ্লেচার।