আইসিসির বিশ্বকাপ ফ্যা'ন্টা'সি সেরা একাদশে বাংলাদেশের রিশাদ হোসেন
-
1
প্রীতি ম্যাচে ভালো আম্পায়ার থাকায় মাঠে বেশী উত্তাপ দেখাবেন না শান্ত
-
2
তাসকিনই ভাঙুক আমার গতির রেকর্ড, ঢাকায় এসে প্রত্যাশা শোয়েব আখতারের
-
3
অ্যাশেজে টানা পরাজয়ের পর ইংল্যান্ডের একমাত্র পরিবর্তন, একাদশে জশ টাং
-
4
ভারতের কাছে সাত উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা
-
5
জাওয়াদের ব্যাটে দাপট, নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
আইসিসির বিশ্বকাপ ফ্যা'ন্টা'সি সেরা একাদশে বাংলাদেশের রিশাদ হোসেন
আইসিসির বিশ্বকাপ ফ্যা'ন্টা'সি সেরা একাদশে বাংলাদেশের রিশাদ হোসেন
ফ্যান্টাসি পয়েন্ট আমলে এনে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর সেরা একাদশ নির্বাচন করেছে আইসিসি। সেই একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।
আফগানিস্তানের রাশিদ খান সর্বোচ্চ ফ্যান্টাসি পয়েন্ট প্রাপ্ত খেলোয়াড়। তিনি আছেন দলটির অধিনায়ক হিসাবে। ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ফ্যান্টাসি পয়েন্ট পাওয়া রহমানউল্লাহ গুরবাজ (৪৩৭) আছেন উইকেটরক্ষক হিসাবে।
জায়গা হয়নি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। দুই ওপেনার অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড (৩৬১) ও ডেভিড ওয়ার্নার (২৮১)। চারে নামবেন দক্ষিণ আফ্রিকার ট্রিস্টাব স্টাবস।
দুই অলরাউন্ডার ভারতের হার্দিক পান্ডিয়া ও অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। অধিনায়ক রাশিদ খানের সঙ্গে আরেক স্পিনার রিশাদ হোসেন। পেস আক্রমণে ভারতের জাসপ্রীয় বুমরাহ ও আর্শদ্বীপ সিংয়ের সঙ্গে আছেন আফগানিস্তানের ফজলহক ফারুকি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর সর্বোচ্চ ফ্যান্টাসি পয়েন্ট প্রাপ্ত খেলোয়াড়-
১. রাশিদ খান (আফগানিস্তান)- ৫৭৮
২. হার্দিক পান্ডিয়া (ভারত)- ৫৪৮
৩. ফজলহক ফারুকি (আফগানিস্তান)- ৫৪৬
৪. মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া)- ৫১১
৫. জাসপ্রীত বুমরাহ (ভারত)- ৫০৯
৬. আর্শদ্বীপ সিং (ভারত)- ৫০৪
৭. রিশাদ হোসেন (বাংলাদেশ)- ৪৭৮
৮. আনরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা)- ৪৭২
৯. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ৪৪৮
১০. আক্সার প্যাটেল (ভারত)- ৪৪০।
