এলপিএলে নতুন নিয়ম, ডেথ ওভারে ‘পাওয়ার ব্লাস্ট’

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 দিন আগে আপডেট: 1 সেকেন্ড আগে
এলপিএলে নতুন নিয়ম, ডেথ ওভারে ‘পাওয়ার ব্লাস্ট’

এলপিএলে নতুন নিয়ম, ডেথ ওভারে ‘পাওয়ার ব্লাস্ট’

এলপিএলে নতুন নিয়ম, ডেথ ওভারে ‘পাওয়ার ব্লাস্ট’

কিছুদিন পরেই শুরু হচ্ছে শ্রীলঙ্কার ঘরোয়া ফ্রাঞ্চাইজি লিগ লঙ্কা প্রিমিয়ার লিগ বা এলপিএল। বর্তমানে ফ্রাঞ্চাইজি লিগ গুলোর জনপ্রিয়তা ব্যাপক তাই যত দিন যাচ্ছে ততই বাড়ছে এই টুর্নামেন্ট গুলোর সংখ্যা। এত এত টুর্নামেন্টের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে ও সক্রিতা অর্জন করতে এলপিএল কতৃপক্ষ নিয়েছে নতুন উদ্যোগ, সেটি 'পাওয়ার ব্লাস্ট ওভার'।  আশা করা হচ্ছে নতুন এই নিয়মের মাধ্যমে এলপিএলের জনপ্রিয়তা আরো বাড়বে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। যেখানে প্রথম ৬ ওভার পাওয়ার প্লের সঙ্গে যুক্ত হচ্ছে অতিরিক্ত আরো ২ ওভার। নতুন এই ২ ওভারের পাওয়ারপ্লে হবে ইনিংসের ১৬ ও ১৭তম ওভারে। নিয়ম অনুযায়ী প্রথম ৬ ওভারের পাওয়ারপ্লেতে বৃত্তের বাইরে ২ জন ফিল্ডার রাখা হলেও এই ২ ওভারে বৃত্তের বাইরে ৪ জন ফিল্ডার রাখা যাবে। 

১৬ ও ১৭ ওভারের অতিরিক্ত এই ২ পাওয়ার প্লে ওভারের নাম দেওয়া হয়েছে 'পাওয়ার ব্লাস্ট ওভারস'। এলপিএলের পরিচালক সামান্থা দোদানওয়েলা বলেন, 'লিগকে আরও রোমাঞ্চকর করে তুলতে আমরা এই নিয়ম আনার সিদ্ধান্ত নিয়েছি। এ বছর থেকেই এটা শুরু হচ্ছে। নতুন এই নিয়ম সমর্থকদের রোমাঞ্চ বাড়িয়ে তুলবে, দলগুলোকেও আরও কৌশলী করে তুলবে।'

এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশ থেকে অংশ নিবে ৩ জন ক্রিকেটার। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয়। মুস্তাফিজ ও হৃদয় খেলবেন ডাম্বুলা সিক্সার্সের জার্সিতে। তাসকিন আহমেদ খেলবেন কলোম্বো স্ট্রাইকার্সের হয়ে।