দুই তামিম ও সৌম্যর সাথে লজ্জার রেকর্ডে ভিরাট কোহলি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 দিন আগে আপডেট: 1 সেকেন্ড আগে
দুই তামিম ও সৌম্যর সাথে লজ্জার রেকর্ডে ভিরাট কোহলি

দুই তামিম ও সৌম্যর সাথে লজ্জার রেকর্ডে ভিরাট কোহলি

দুই তামিম ও সৌম্যর সাথে লজ্জার রেকর্ডে ভিরাট কোহলি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ওপেনারদের সাথে ভিরাট কোহলির লজ্জার রেকর্ড। ভিরাট কোহলি এবং তানজিদ হাসান তামিম ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সংস্করণে যে কোনো ওপেনারের সর্বনিম্ন ব্যাটিং গড়ের জন্য যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় অবস্থানে। তবে সবচেয়ে খারাপ ২০১৬ বিশ্বকাপে ওপেনার সৌম্য সরকারের ব্যাটিং গড়। তালিকার পাঁচে আছেন প্রথমবারের মতো ২০০৭ বিশ্বকাপে খেলতে যাওয়া বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। 

সৌম্য সরকার ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে গড়েন ওপেনারদের সবচেয়ে কম ব্যাটিং গড়ের অস্বস্তিকর রেকর্ড। ভারতের মাটিতে হওয়া সেই টুর্নামেন্টে ওপেনিং পজিশনে ৫ ম্যাচ খেলা সৌম্য কেবল ৯.৬০ ব্যাটিং গড়ে রান পান ৪৮। ওপেনারদের মধ্যে ২০ ওভারের বিশ্বকাপে এটিই এখন পর্যন্ত সবচেয়ে খারাপ গড়। টানা খারাপ ফর্মে থাকায় বিশ্বকাপে বাংলাদেশের শেষ দুই ম্যাচে সৌম্যকে দেখা যায়নি আর ওপেনে, পিছিয়ে দেওয়া হয় তার ব্যাটিং অর্ডার। 

এর আগে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল পাঁচ ম্যাচ খেলে ১১.২০ গড়ে রান পেয়েছিলেন মোট ৫৬। কেবল একটি ম্যাচে তামিম ১০০ স্ট্রাইট রেট নিয়ে প্যাভিলিয়নে ফিরতে পারেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে ম্যাচে ৭ বলে করেছিলেন ৮। 

ভিরাট কোহলি এ বারের বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে রান করেন মোটে ৭৫, এই রান করতে বলও খেলেছেন সমান ৭৫। তার ব্যাট থেকে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস আসে বাংলাদেশ ম্যাচে। ওপেনার ভিরাটের ব্যাটিং গড় কেবল ১০.৭১। এই বিশ্বকাপে সাত ইনিংসের মধ্যে পাঁচটিতে কোহলি ১০ রানের ঘর ছাড়িয়ে যেতে ব্যর্থ হয়েছেন। তার এই গড় টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে খারাপ।

বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম সবচেয়ে কম গড়ে ব্যাট করা ওপেনারদের লিস্টে কোহলির পরেই। তারা অন্তত ৫ বারের বেশি ব্যাটিং করেছেন টুর্নামেন্টে। ভিরাট: ১০.৭১ গড়ে ৭৫ রান, তানজিদ: ১০.৮৫ গড়ে ৭৬ রান। এই বিশ্বকাপেই সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়ার রেকর্ডে নাম লিখিয়েছেন তানজিদ তামিম। নিজের খেলা সবশেষ চার ম্যাচে তার নামের পাশে তৃতীয় ডাক। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ডাক বা শূন্য রানে আউট হওয়ার লজ্জা এখন বাংলাদেশি এই ওপেনারের নামের পাশে। ৭ ম্যাচের মধ্যে ১০০ কিংবা এর বেশি স্ট্রাইক রেটে তামিম ব্যাট করতে পারেন কেবল দুইবার। 

ওপেনারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন গড় (অন্তত ৫ ইনিংস খেলা)

৯.৬০ - সৌম্য সরকার (বাংলাদেশ, ২০১৬)
৯.৮০ - ওয়েসলি মাধভেরে (জিম্বাবুয়ে, ২০২২)
১০.৭১ - ভিরাট কোহলি (ভারত, ২০২৪)
১০.৮৫ - তানজিদ হাসান (বাংলাদেশ, ২০২৪)
১১.২০ - তামিম ইকবাল (বাংলাদেশ, ২০০৭)