এলপিএলে একই দলে মুস্তাফিজ ও হৃদয়
এলপিএলে একই দলে মুস্তাফিজ ও হৃদয়
এলপিএলে একই দলে মুস্তাফিজ ও হৃদয়
ক্যান্ডি, ডাম্বুলা ও কলম্বো- এই তিন শহরে আগামী ১ জুলাই থেকে শুরু হবে এলপিএল (লঙ্কা প্রিমিয়ার লিগ) এর ৫ম আসর। এবারের আসরে ৫ দল অংশ নিবে। যেখানে মাত্র দুই দলে আছে বাংলাদেশি খেলোয়াড়।
ডাম্বুলা সিক্সার্সে অবশ্য আছেন একাধিক বাংলাদেশি। মুস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয় প্রতিনিধিত্ব করবেন এই ফ্র্যাঞ্চাইজিকে।
আজ (২৫ জুন) ৫ টি ফ্র্যাঞ্চাইজির পূর্ণ স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ডাম্বুলা সিক্সার্সে আছে ২৩ জন ক্রিকেটার।
মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় ছাড়া উল্লেখযোগ্য বিদেশী ক্রিকেটার হলেন আফগানিস্তানের মোহাম্মদ নবি, ইব্রাহিম জাদরান, দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিক্স, নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান।
ডাম্বুলা সিক্সার্স স্কোয়াড-
কুশল জেনিত পেরেরা, দুশান হেমন্ত, প্রবীন জয়াবিক্রমা, দিলশান মাদুশঙ্কা, নুয়ান থুশারা, মুস্তাফিজুর রহমান, ইব্রাহিম জাদরান, লাহিরু উদারা, আকিলা ধনঞ্জয়া, দানুশকা গুনাথিলাকা, নুয়ানিন্দু ফার্নান্দো, নুয়ান প্রদীপ, রমেশ সিলভা, লাহিরু মাদুশঙ্কা, সোনাল দিনুশা, রিজা হেনড্রিক্স, মার্ক চ্যাপম্যান, সাচিতা জয়াতিলাক, তাওহীদ হৃদয়, নিমেশ ভিমুখতি, মোহাম্মদ নবি, আসাঙ্কা মনোজ ও চামিন্দু বিক্রমাসিংহে।