Image

জিশান-তামিমের বড্ড তাড়া, ম্যাচ শেষ ৯ ওভারেই

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জিশান-তামিমের বড্ড তাড়া, ম্যাচ শেষ ৯ ওভারেই

জিশান-তামিমের বড্ড তাড়া, ম্যাচ শেষ ৯ ওভারেই

জিশান-তামিমের বড্ড তাড়া, ম্যাচ শেষ ৯ ওভারেই

জুম্মার নামাজ শেষে গণমাধ্যমকর্মীরা কেবল ফিরছেন, এসে যেটা দেখলেন সেটার জন্য নিশ্চিতভাবেই কেউ প্রস্তুত ছিলেন না। ম্যাচ ততক্ষণে শেষ, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাব যে ৯ ওভার ব্যাট করেই জয় নিশ্চিত করেছে। 

৪৮ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। ৩৯.৪ ওভারে ১১০ রান করেই অলআউট হয় তাঁরা। যে রান করতে রুপগঞ্জকে ব্যাট করতে হয়েছে ৩৯.৪ ওভার, সেই রান টপকাতে শাইনপুকুর ব্যাট করে কেবল ৯ ওভার! 

৬ চার, ৩ ছক্কায় তানজিদ হাসান তামিম ৪৮ রান করে অপরাজিত থাকেন। অপর ওপেনার জিশান আলম ছিলেন আরেক কাঠি সরেশ। ২৮ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৫৮ রান করে অপরাজিত থাকেন তিনি। 

 

প্রতিপক্ষ বোলারদের সুযোগই দেননি এই দুই ব্যাটার। রোহানাত উদ দ্দৌলা ২ ওভারে ২২, আবু হাসিম ২ ওভারে ২৪, সোহাগ গাজী ২ ওভারে ২২, আসাদুল্লা আল গালিব ২ ওভারে ২৪ ও কাজী অনিক ১ ওভারে ১৫ রান হজম করেন। 

এর আগে ব্যাটিংয়ে পাত্তাই পায়নি রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। দলের পক্ষে ওপেনার আব্দুল্লা আল মামুন সর্বোচ্চ ২০ রান করেন। এছাড়া আর কেউ ২০ ছুঁতে পারেননি। শাইনপুকুরের হয়ে ৯.৪ ওভার হাত ঘুরিয়ে ২১ রান খরচে ৪ উইকেট নেন হাসান মুরাদ। ২ টি করে উইকেট নেন এসএম মেহেরব হোসেন ও আরাফাত সানি। ১ টি করে শিকার রবিউল হক ও রিশাদ হোসেনের। 
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three