Image

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে সেরা যারা, নেই কোন বাংলাদেশি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে সেরা যারা, নেই কোন বাংলাদেশি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে সেরা যারা, নেই কোন বাংলাদেশি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে সেরা যারা, নেই কোন বাংলাদেশি

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে শীর্ষ রান সংগ্রহকের তালিকায় সেরা ১০ জনের ২ জন ভারতের, আফগানিস্তানের ২ জন,দক্ষিণ আফ্রিকার ২ জন এবং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের ১ জন করে ব্যাটার রয়েছেন। এই তালিকায় নেই কোনো বাংলাদেশী ব্যাটার। এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপে শীর্ষ ১০ জন রান সংগ্রাহক ব্যাটার হলেন কারা।

শীর্ষ ব্যাটারের তালিকায় সবার উপরেই রয়েছেন আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। ৮ ম্যাচে ৩৫.১২ গড়ে ২৮১ রান করেছেন তিনি। ২য় অবস্থানে রয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা। সমান সংখ্যক ম্যাচ খেলে তার রানের সংখ্যা ২৫৭। ৭ ম্যাচে ২৫৫ রান করে তালিকায় ৩য় অবস্থানে অজি ওপেনার হেড।

দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে তোলা কুইন্টন ডি ককের রান ৯ ম্যাচে ২৪৩, গড় ২৭। ৫ নাম্বারে আছেন আরেক আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান। তার রানের সংখ্যা ২৩১।  জাদরানের পরেই রয়েছেন তালিকায় জায়গা পাওয়া একমাত্র ক্যারিবিয়ান ব্যাটার নিকোলাস পুরান। তিনি করেছেন ৭ ম্যাচে ২২৮ রান।

প্রথমবারের মত সবাইকে চমকে গিয়ে সুপার এইটে জায়গা করে নেয়া যুক্তরাষ্ট্রের আন্দ্রিস গস ও জায়গা পেয়েছেন এই তালিকায়। ৬ ম্যাচে তার রান ২১৯, গড় ৪৩.৮০ যা তালিকার সবার চেয়ে বেশী।

৮ নাম্বারে আছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ৭ ইনিংসে তার রান ২১৪। ১৯৯ রান করে ৯ নাম্বার অবস্থানে আছেন ভারতের সুরিয়াকুমার যাদব। শীর্ষ রান সংগ্রহকের তালিকায় ১০ নাম্বারে আছেন প্রোটিয়া ব্যাটার হেনরিখ ক্লাসেন, ৮ ইনিংসে তার রান ১৯০।

Details Bottom
Details ad One
Details Two
Details Three