আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন ভিরাট কোহলি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন ভিরাট কোহলি

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন ভিরাট কোহলি

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন ভিরাট কোহলি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেন ভারতের তারকা ক্রিকেটার ভিরাট কোহলি। তাঁর দল ভারত জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর শিরোপা, যেখানে ফাইনালে ম্যাচ সেরা হন ভিরাট কোহলি। পুরষ্কার নিতে গিয়ে অবসরের কথা জানান কোহলি। 

সদ্য শেষ হওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ ব্যাট হাতে একেবারেই সময় ভালো যাচ্ছিল না ভিরাট কোহলির। তবে ফাইনালে এসেই নিজের সেরাটা দিলেন। ৫৯ বলে ৬ চার ও ২ ছয়ে ৭৬ রান করে আউট হন তিনি। হন ফাইনালের ম্যাচসেরা। 

 

ম্যাচসেরার পুরষ্কার নিতে গিয়ে ভিরাট কোহলি বলেন, 'এটা ছিল আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, এবং এটাই ছিল আমাদের অর্জন করতে চাওয়া লক্ষ্য (বিশ্বকাপ জেতা)। ঈশ্বর মহান, আমি দলটির জন্য যেদিন প্রয়োজন ছিল সেদিন কাজটি সম্পন্ন করেছি। হয় এখন অথবা কখনো নয়, এমনটাই ছিল। এটি ভারতের জন্য আমার শেষ টি-টোয়েন্টি, এটাকে সর্বোচ্চ কাজে লাগাতে চেয়েছিলাম। কাপটি তুলতে চেয়েছিলাম, পরিস্থিতিকে সম্মান করতে চেয়েছিলাম বরং জোর করতে চাইনি। এটা ছিল একটি ওপেন সিক্রেট (অবসর নেওয়ার), পরবর্তী প্রজন্মের সময় এসেছে দায়িত্ব গ্রহণ করার, কিছু অসাধারণ খেলোয়াড় দলটিকে এগিয়ে নিয়ে যাবে এবং পতাকাকে উঁচুতে রাখবে।' 

ভারতের হয়ে ১২৫ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ভিরাট কোহলি। ৪৮.৬৯ গড়ে রান করেছেন ৪১৮৮, ১ সেঞ্চুরি ও ৩৮ ফিফটির সাহায্যে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট ১৩৭.০৪। সর্বোচ্চ ১২২ রানের ইনিংস (অপরাজিত)।