Image

বিশ্বকাপে ৪ দিনে ৩ হ্যাটট্রিক, পাঁচ বলে জর্ডানের ৪

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বকাপে ৪ দিনে ৩ হ্যাটট্রিক, পাঁচ বলে জর্ডানের ৪

বিশ্বকাপে ৪ দিনে ৩ হ্যাটট্রিক, পাঁচ বলে জর্ডানের ৪

বিশ্বকাপে ৪ দিনে ৩ হ্যাটট্রিক, পাঁচ বলে জর্ডানের ৪

ক্রিস জর্ডান প্রথম ইংল্যান্ড বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন। এটি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে নবম হ্যাটট্রিক এবং এবারের সংস্করণে গত চার দিনে তৃতীয়। 

বাংলাদেশের বিপক্ষে নর্থ সাউন্ডে এবং আফগানিস্তানের বিপক্ষে কিংসটাউনে প্যাট কামিন্সের জোড়া হ্যাটট্রিকের পর ক্রিস জর্ডান প্রথম ইংলিশ বোলার যিনি আন্তর্জাতি টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন। এবং এবারের বিশ্বকাপে যা তৃতীয় হ্যাটট্রিক। 

জর্ডান টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ওভারে চার উইকেট নেওয়া দ্বিতীয় বোলার। এর আগে আইরিশ পেসার কুর্টিস ক্যাম্ফার ২০২১ সংস্করণে আবু ধাবিতে নেদারল্যান্ডসের চার ব্যাটারকে আউট করেছিলেন এক ওভারের মাঝে। 

ইউএসএ ছয় বলের ব্যবধানে ১১৫/৫ থেকে ১১৫ রানে অলআউট হয়ে যায় এবং এটি ছিল টি-টোয়েন্টি আন্তর্জাতিকে একই স্কোরে পাঁচ (বা তার বেশি) উইকেট হারানোর তৃতীয় ঘটনা। বিশ্বকাপ প্রতিযোগিতায় এই ধরনের ঘটনা প্রথম ঘটেছিল ২০১০ সালে গ্রস আইলেটে, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ১৯১/৫ থেকে অস্ট্রেলিয়া ১৯১ রানে অলআউট হয়েছিল।

জর্ডানের ৪/১০ বোলিং ফিগার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে তৃতীয় সেরা। ২০২২ সালে পার্থে আফগানিস্তানের বিরুদ্ধে স্যাম কুরানের ৫/১০ এবং ২০২১ সালে দুবাইতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আদিল রশিদের ৪/২ এর পরে তৃতীয় সেরা পরিসংখ্যান এখন জর্ডানের নামে লেখা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three