ইংল্যান্ডের উইকেটকিপিং গ্লাভস যাচ্ছে স্মিথের হাতে, বিপাকে ফোকস-বেয়ারস্টো
ইংল্যান্ডের উইকেটকিপিং গ্লাভস যাচ্ছে স্মিথের হাতে, বিপাকে ফোকস-বেয়ারস্টো
ইংল্যান্ডের উইকেটকিপিং গ্লাভস যাচ্ছে স্মিথের হাতে, বিপাকে ফোকস-বেয়ারস্টো
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ড টেস্ট দলে উইকেট কিপিং করতে প্রস্তুত জেমি স্মিথ। স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছেন বেন ফোকস ও জনি বেয়ারস্টো। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে লর্ডসে ইংলিশ জার্সি গায়ে প্রথম টেস্ট ম্যাচ খেলবেন জেমি স্মিথ।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের জন্য উইকেটরক্ষক হিসেবে জেমি স্মিথের নাম ঘোষণা করতে চায় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। বেন ফোকস এবং জনি বেয়ারস্টোকে বাইরে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য সারের জেমি স্মিথকে টেস্ট উইকেটকিপিং গ্লাভস দিতে প্রস্তুত ইসিবি।
ইংল্যান্ড ক্রিকেট এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, লাল এবং সাদা বলের ক্রিকেটে স্মিথের ব্যাটিং ফর্ম অপ্রতিরোধ্য। এই মৌসুমের কাউন্টি চ্যাম্পিয়িনশিপে তার ব্যাটিং গড় ছিল ৫০.৭ এবং স্ট্রাইক রেট ৭৬.৯।
স্মিথ অবশ্য এর আগে ইংল্যান্ডের হয়ে ওডিআই ক্রিকেট খেলেছেন, আগামী মাসে লর্ডসে প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ২৪ বছর বয়সী হবেন। যা টেস্ট ক্রিকেটে জিমি অ্যান্ডারসনের শেষ ম্যাচ।
ইংল্যান্ড দলে দুজন আনক্যাপড ফাস্ট বোলারকেও বেছে নিয়েছে, গাস অ্যাটকিনসন এবং নটিংহামশায়ারের ডিলন পেনিংটন। অ্যাটকিনসন আন্তর্জাতিক স্তরে সাদা-বলের উভয় ফর্ম্যাটই খেলেছেন এবং এই বছরের শুরুতে টেস্ট স্কোয়াডের সাথে ভারত সফর করেছেন।